E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ঈশ্বরদীতে কথিত বন্দুকযুদ্ধে ছিনতাইকারী নিহত

২০১৪ ডিসেম্বর ২৫ ০৯:৩৩:৫৫
ঈশ্বরদীতে কথিত বন্দুকযুদ্ধে ছিনতাইকারী নিহত

পাবনা প্রতিনিধি : পাবনার ঈশ্বরদীতে সড়কে যানবাহনে ছিনতাইকালে পুলিশ-ছিনতাইকারীদের মধ্যে কথিত বন্দুকযুদ্ধে এক ছিনতাইকারী নিহত হয়েছেন। এ সময় ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়েছে।

বুধবার দিবাগত রাত ১টার দিকে ঈশ্বরদী-লালপুর সড়কে এ ঘটনা ঘটে। নিহত ছিনতাইকারীর নাম জাহাঙ্গীর আলম (৩০)। তিনি ঈশ্বরদী উপজেলার গোকুলনগর গ্রামের মৃত মোন্তাজ মালিথার ছেলে।

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিমান কুমার দাস জানান, রাত ১টার দিকে ঈশ্বরদী-লালপুর সড়কের রাজু সিনেমা হলের পাশে পাঁচ-সাতজনের একদল ছিনতাইকারী বিভিন্ন যানবাহনে ছিনতাই করছিল। স্থানীয়দের খবরের ভিত্তিতে ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হলে টের পেয়ে পুলিশকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে ছিনতাইকারীরা।

পুলিশও আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালায়। কিছুক্ষণ পর পিছু হটে পালিয়ে যায় ছিনতাইকারীরা। এ সময় ঘটনাস্থলে জাহাঙ্গীর আলম নামের এক ছিনতাইকারীকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে পুলিশ। পরে আহত জাহাঙ্গীরকে উদ্ধার করে প্রথমে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে রাতেই তাকে পাবনা জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হলে পথিমধ্যে জাহাঙ্গীরের মৃত্যু হয়।

ওসি আরো জানান, ঘটনাস্থল থেকে ছিনতাইকারীদের ব্যবহৃত একটি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় পৃথক তিনটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান ওসি।

পুলিশের দাবি, নিহত জাহাঙ্গীর তালিকাভুক্ত ছিনতাইকারী। তার বিরুদ্ধে থানায় কয়েকটি ছিনতাই মামলা রয়েছে। গত ১৫ দিন আগেও তিনি জেল থেকে বের হয়েছে।

(ওএস/এটিআর/ডিসেম্বর ২৫, ২০১৪)

পাঠকের মতামত:

২৬ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test