E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বাগেরহাটে সাজাপ্রাপ্ত আসামীসহ আটক ২৯

২০১৪ ডিসেম্বর ২৫ ১৪:৪২:১২
বাগেরহাটে সাজাপ্রাপ্ত আসামীসহ আটক ২৯

বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাটে পুলিশ বিশেষ অভিযান চালিয়ে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামীসহ ২৯ জনকে আটক করেছে। বুধবার রাত থেকে বৃহস্পতিবার ভোর পর্যন্ত জেলা ৯টি উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান পুলিশ তাদের আটক করা হয়। আটককৃতদের মধ্যে উল্লেখযোগ্য হলো বাগেরহাট সদর উপজেলা জামায়াতের আমীর ডা: আব্দুল লতিফ ও চিতলমারী উপজেলার বড়গুণি গ্রামের মৃত রশিদ শিকদারের ছেলে যাবজীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামী দুলাল শিকদার। বাগেরহাট পুলিশের কন্ট্রোল রুম সুত্রে এতথ্য নিশ্চিত করেছে।

বাগেরহাটের চিতলমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দিলীপ কুমার সরকার জানান, বুধবার রাতে পুলিশ উপজেলার বিভিন্ন স্থানে বিশেষ অভিযান চালিয়ে যাবজীবন সাজাপ্রাপ্ত সহ ১৬ আসামীকে আটক করা হয়েছে। আটককৃতরা হলো উপজেলার বড়গুণি গ্রামের মৃত রশিদ শিকদারের ছেলে যাবজীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামী দুলাল শিকদার।

এছাড়া অন্য বিভিন্ন মামলার অরেন্ট ভুক্ত আসামী চিংগুড়ি গ্রামের লিয়াকত মোল্লা, আবুল হোসেন মোল্লা, ইমরুল মোল্লা, আবুল কালাম আজাদ, শফিক শেখ, হরমুজ মোল্লা, শফিক শেখ, এসহান বিশ্বাস, ইব্রাহীম বিশ্বাস ও শান্তিখালী গ্রামের আখের বিশ্বাস, শৈলদাহ গ্রামের নবীর শিকদার, মচন্দপুর গ্রামের জাহিদ গাজীসহ ১৬ জন। এদিকে বাগেরহাটে সদর উপজেলা জামায়াতের আমীর ডা: অঅব্দুল লতিফসহ অন্য উপজেলার বিভিন্ন এলাকা থেকে আরও ১৩ জনকে আটক করা হয়েছে বলে পুলিশ জানায়।

(একে/এএস/ডিসেম্বর ২৫, ২০১৪)

ev‡Minv‡U hve¾xeb mvRvcÖvßmn AvUK 29

Avnmvbyj Kwig, ev‡MinvU|

ev‡Minv‡U cywjk we‡kl Awfhvb Pvwj‡q hve¾xeb mvRvcÖvß Avmvgxmn 29 Rb‡K AvUK K‡i‡Q| eyaevi ivZ †_‡K e„n¯úwZevi †fvi ch©š— †Rjv 9wU Dc‡Rjvi wewfbœ GjvKvq Awfhvb cywjk Zv‡`i AvUK Kiv nq| AvUKK…Z‡`i g‡a¨ D‡j­L‡hvM¨ n‡jv ev‡MinvU m`i Dc‡Rjv Rvgvqv‡Zi Avgxi Wv: Avãyj jwZd I wPZjgvix Dc‡Rjvi eo¸wY MÖv‡gi g„Z iwk` wkK`v‡ii †Q‡j hveRxeb mvRvcÖvß cjvZK Avmvgx `yjvj wkK`vi| ev‡MinvU cywj‡ki K‡›Uªvj i“g my‡Î GZ_¨ wbwðZ K‡i‡Q|

ev‡Minv‡Ui wPZjgvix _vbvi fvicÖvß Kg©KZ©v (Iwm) w`jxc Kzgvi miKvi Rvbvb, eyaevi iv‡Z cywjk Dc‡Rjvi wewfbœ ¯’v‡b we‡kl Awfhvb Pvwj‡q hveRxeb mvRvcÖvß mn 16 Avmvgx‡K AvUK Kiv n‡q‡Q| AvUKK…Ziv n‡jv Dc‡Rjvi eo¸wY MÖv‡gi g„Z iwk` wkK`v‡ii †Q‡j hveRxeb mvRvcÖvß cjvZK Avmvgx `yjvj wkK`vi| GQvov Ab¨ wewfbœ gvgjvi A‡i›U fy³ Avmvgx wPs¸wo MÖv‡gi wjqvKZ †gvj­v, Aveyj †nv‡mb †gvj­v, Bgi“j †gvj­v, Aveyj Kvjvg AvRv`, kwdK †kL, nigyR †gvj­v, kwdK †kL, Gmnvb wek¦vm, Beªvnxg wek¦vm I kvwš—Lvjx MÖv‡gi Av‡Li wek¦vm, ˆkj`vn MÖv‡gi bexi wkK`vi, gP›`cyi MÖv‡gi Rvwn` MvRxmn 16 Rb| Gw`‡K ev‡Minv‡U m`i Dc‡Rjv Rvgvqv‡Zi Avgxi Wv: AAãyj jwZdmn Ab¨ Dc‡Rjvi wewfbœ GjvKv †_‡K AviI 13 Rb‡K AvUK Kiv n‡q‡Q e‡j cywjk Rvbvq| ##

ev‡MinvU

25.12.2014

পাঠকের মতামত:

১৯ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test