E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বগুড়া খ্রীষ্ট্রীয় উপাসনালয়ে নানা আয়োজনে বড়দিন উদযাপন

২০১৪ ডিসেম্বর ২৫ ১৬:৫৩:৫৯
বগুড়া খ্রীষ্ট্রীয় উপাসনালয়ে নানা আয়োজনে বড়দিন উদযাপন

বগুড়া প্রতিনিধি: বৃহস্পতিবার বগুড়া খ্রীষ্টিয় উপাসনালয়ে খ্রীষ্টান সম্প্রদায় নানা আয়োজনে বড়দিন উদযাপন করছে ।সকালে বগুড়া জেলা প্রশাসক শফিকুর রেজা বিশ্বাস কেক কেটে অনুষ্ঠানের শুভ সুচনা করেন।

বগুড়া খ্রীষ্টিয় মন্ডলীর সভাপতি রবার্ট রবিন মারান্ডীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, বড়দিন দেশের খ্রিষ্টান ও অন্যান্য সম্প্রদায়ের মধ্যকার বিরাজমান সৌহার্দ্য ও সম্প্রীতিকে আরও সুদৃঢ় করবে।

শান্তি ও ন্যায্যতা প্রতিষ্ঠায় যিশুখ্রিষ্টের শিক্ষা বিশেষ ভূমিকা রাখতে পারে। বড়দিনের তাৎপর্য উল্লেখ করে বক্তব্য রাখেন বগুড়া খ্রীষ্টিয় মন্ডলীর সভাপতি রবার্ট রবিন মারান্ডী।

তিনি বলেন, এদিন যীশুখ্রিস্ট মাতা মেরীর গর্ভে জন্মগ্রহণ করেন। সে কারণে সারা পৃথিবীর খ্রিস্টান সমপ্রদায়ের মানুষ বড়দিনকে সবচাইতে বড় ধর্মীয় উৎসবের দিন হিসেবে পালন করে থাকেন। এদিনের অপেক্ষায় তাদের সারাটি বছর কাটে। প্রার্থনা শেষে উপাসনালয়ে বড়দিনের কেক ও মিষ্টি বিতরণ করা হয় এবং যীশু খ্রীষ্টের গুণকীর্ত্তন অনুষ্ঠিত হয়।

(এএসবি/এসসি/ডিসেম্বর২৫,২০১৪)

পাঠকের মতামত:

১৬ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test