E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

নওগাঁর বালুভরা আর.বি. উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ পূর্তি উৎসব পালিত

২০১৪ ডিসেম্বর ২৫ ১৯:৩৯:১৭
নওগাঁর বালুভরা আর.বি. উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ পূর্তি উৎসব পালিত

নওগাঁ প্রতিনিধি : বৃহস্পতিবার নওগাঁর বদলগাছী উপজেলার ৮নং বালুভরা ইউনিয়নের বালুভরা আর.বি.উচ্চ বিদ্যালয়ের “শতবর্ষ পূর্তি উদযাপন উৎসব ” পালিত হয়েছে। বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি সুকমল কর্মকারের সভাপতিত্বে উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জাতীয় সংসদের হুইপ মোঃ শহীদুজ্জামান সরকার বাবলু এমপি। বিশেষ অতিথি ছিলেন, স্থানীয় এমপি মোঃ ছলিম উদ্দীন তরফদার সেলিম ও জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক সাধন চন্দ্র মজুমদার এমপি।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের যুগ্ম সচিব এবং এই বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র সৌরেন্দ্রনাথ চক্রবর্ত্তী, নওগাঁর অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোছাঃ নাজনীন বেগম, নওগাঁ জেলা পরিষদের প্রধান নির্বাহী মোঃ আনওয়ার হোসেন, বদলগাছী উপজেলা চেয়ারম্যান মোস্তফা অলি আহমেদ রুমী চৌধুরী, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ হুসাইন শওকত, প্রাক্তন প্রধান শিক্ষক আব্দুস সালাম, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মোত্তালেব হোসেন প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে প্রধান অতিথি জাতীয় পতাকা উত্তোলন এবং শান্তির প্রতীক পায়রা উড়িয়ে শতবর্ষ পূর্তি উদযাপনের উদ্বোধন করেন। ১৯১৪ সালের এই দিনে শশী ভূষণ চক্রবর্তী বিদ্যালয়টি প্রতিষ্ঠা করেন এবং প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক হিসেবে দায়িত্বভার গ্রহন করেন। এই শতবর্ষ উদযাপন উৎসবে বিদ্যালয় প্রাঙ্গন হয়ে উঠেছিল নবীন-প্রবীনের এক মিলন মেলা। বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক এবং শিক্ষার্থীদের স্মৃতিচারণের সময় অনেকে আবেগ আপ্লুত হয়ে পড়েন। বিদ্যালয়ের প্রাক্তন কৃতি ছাত্র-ছাত্রী এবং শিক্ষকদের সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

(বিএম/পি/ডিসেম্বর ২৫, ২০১৪)

পাঠকের মতামত:

২০ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test