E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

টাঙ্গাইলের কালিহাতীতে মাদক বিরোধী আলোচনা সভা

২০১৪ ডিসেম্বর ২৫ ২১:১০:১৪
টাঙ্গাইলের কালিহাতীতে মাদক বিরোধী আলোচনা সভা

টাঙ্গাইল প্রতিনিধি : টাঙ্গাইলের কালিহাতী উপজেলার এলেঙ্গাতে মাদক নির্মূল করার লক্ষ্যে মাধকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃস্পতিবার(২৫ ডিসেম্বর) বিকেলে এলেঙ্গা উচ্চ বিদ্যালয় মাঠে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এলেঙ্গা উত্তরপাড়া মাধকবিরোধী কমিটি(প্রতিকার) নামে একটি সংগঠন এই অনুষ্ঠানের আয়োজন করে।

মগড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও এলেঙ্গা উত্তরপাড়া মাধক বিরোধী কমিটির (প্রতিকার) সভাপতি মোহাম্মদ আজহারুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কালিহাতী উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোজহারুল ইসলাম তালুকদার । প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন কালিহাতী উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান আলহাজ্ব আনোয়ার হোসেন মোল্লা। বিশেষ আলোচক হিসেবে বক্তব্য রাখেন কালিহাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি ) মো: আসলাম ইকবাল। এছাড়া বক্তব্য রাখেন এলেঙ্গা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুহাম্মদ নাজমুল করিম,এলেঙ্গা পৌর সভার প্যানেল মেয়র আব্দুল বারেক। এ সময় উপস্থিত ছিলেন এলেঙ্গা বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ সায়েম উদ্দিন, এলেঙ্গা পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনিছুর রহমান মোল্লা, ফরহাদ ক্যাডে একাডেমীর পরিচালক মোহাম্মদ ফরহাদ হোসেন, বৃজ মাদকাশক্তির পরামর্শ ও চিকিৎসা কেন্দ্রের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ খন্দকার মজিবুর তপন প্রমুখ। আলোচনা অনুষ্ঠান পরিচালন করেন এলেঙ্গা উত্তরপাড়া মাধক বিরোধী কমিটির (প্রতিকার) সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহাআলম মোল্লা।

এর আগে আব্দুল বাছেত তালুকদারের পরিচালনায় ক্রীড়া প্রতিযোগীতা ও সন্ধ্যায় দেশ বরেণ্য শিল্পীদের অংশগ্রহনে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।


(আরকেপি/পি/ডিসেম্বর ২৫, ২০১৪)

পাঠকের মতামত:

২৬ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test