E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

গাজীপুরে যুবদলের সহ-সভাপতিসহ আটক ৭

২০১৪ ডিসেম্বর ২৬ ১০:৫১:১৪
গাজীপুরে যুবদলের সহ-সভাপতিসহ আটক ৭

গাজীপুর প্রতিনিধি : গাজীপুর ভাওয়াল বদরে আলম কলেজ মাঠে ২৭ ডিসেম্বরের (শনিবার) খালেদা জিয়ার সমাবেশকে সামনে রেখে বিএনপি নেতাকর্মীদের বাড়িতে বাড়িতে অভিযান শুরু করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে যুবদলের জেলা সহ-সভাপতিসহ সাতজনকে আটক করেছে পুলিশ।

টঙ্গী থানার ওসি ইসমাইল হোসেন জানান, বৃহস্পতিবার রাতে টঙ্গীর বাসা থেকে জেলা যুবদলের সহ-সভাপতি প্রভাষক বশীর আহমেদকে আটক করা হয়েছে।

জয়দেবপুর থানার কর্তব্যরত কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) ফৌজিয়া আক্তার জানান, থানার বিভিন্ন এলাকা থেকে ছয়জনকে আটক করেছে পুলিশ।

এদিকে, সমাবেশ করার ব্যাপারে বিএনপি অনড় থাকলেও তা প্রতিহতের ঘোষণা দিয়ে সমাবেশস্থল দখলে নিয়েছে ছাত্রলীগ।

শুক্রবার সকাল ১০টায় ঘনকুয়াশার চাদরে ঢাকা ভাওয়াল কলেজের মাঠে গিয়ে দেখা গেছে একটি ছোট্ট প্যান্ডেল আর বিশাল একটি ব্যানার রয়েছে, যা তিন দিন আগেই ছাত্রলীগ কর্মীরা টানিয়েছিলেন।

এ সময় জয়দেবপুর থানার ওসি রেজাউল হাসান বলেন, পাল্টাপাল্টি এ কর্মসূচিতে রাজনৈতিক অস্থিরতা দেখা দিয়েছে গাজীপুরে। স্থানীয় বিএনপি ও ছাত্রলীগ নেতাকর্মীরা সেখানে মুখোমুখি অবস্থানে রয়েছেন।

তিনি জানান, অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে ওই কলেজ মাঠে বুধবার সকাল থেকে পুলিশ মোতায়েন করা হয়েছে।

২৭ ডিসেম্বর বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সমাবেশের পাশাপাশি ওই স্থানে একই সময়ে ছাত্রলীগ সমাবেশ করার ঘোষণা দিয়েছে। যদিও স্থানীয় প্রশাসন এখনো কোনো দলকেই সমাবেশের অনুমতি দেয়নি।

জেলার পুলিশ সুপার (এসপি) হারুন অর রশিদ এ প্রসঙ্গে বলেন, এখন পর্যন্ত কোনো দলকেই সমাবেশের অনুমতি দেওয়া হয়নি। অবস্থা পর্যবেক্ষণ করেই ব্যবস্থা নেওয়া হবে।

(ওএস/এইচআর/ডিসেম্বর ২৬, ২০১৪)

পাঠকের মতামত:

১৭ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test