E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

‘বাংলাদেশের সঙ্গে ভারতের সু-সম্পর্ক চিরদিন অটুট থাকবে’

২০১৪ মে ০৫ ১৬:১০:৩৩
‘বাংলাদেশের সঙ্গে ভারতের সু-সম্পর্ক চিরদিন অটুট থাকবে’

নওগাঁ প্রতিনিধি : ভারতের ডেপুটি হাই কমিশনার শ্রী সন্দীপ চক্রবর্তী বলেছেন, মুক্তিযুদ্ধের ঘটনার মধ্য দিয়ে ভারত-বাংলাদেশের মধ্যে যে সুসম্পর্ক স্থাপিত হয়েছে, তা চিরদিন অটুট থাকবে। কোনদিন এই সম্পর্ক নষ্ট হতে পারে না। কারণ বাংলাদেশের সঙ্গে ভারতের যে মৈত্রীর সম্পর্ক, তা দিনের পর দিন বৃদ্ধি পাচ্ছে।

এতে করে ভারত সরকার বাংলাদেশের জন্য সাধ্যের মধ্য দিয়ে যা কিছু করছে, তাতে আমরা বেশ খুশি। সোমবার দুপুর ১২টায় নওগাঁর সীমান্তবর্তী সাপাহার উপজেলা সদরে নওগাঁ-১ সংসদীয় এলাকার আওতায় ভারত সরকারের সহযোগিতায় ৪শ’ গভীর নলকূপ স্থাপন কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে তিনি এই কথাগুলো বলেন। স্থানীয় এমপি সাধন চন্দ্র মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে নওগাঁ সদর আসনের এমপি মো. আব্দুল মালেক, সাপাহার উপজেলা পরিষদের চেয়ারম্যান শামসুল আলম শাহ চৌধুরী, নিয়ামতপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. এনামুল হক, পোরশা উপজেলা পরিষদের চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম, সাপাহার উপজেলা নির্বাহী অফিসার মো. রুহুল আমিন মিঞা প্রমুখ বক্তব্য রাখেন।

ভারত সরকারের সহযোগিতায় নওগাঁ-১ সংসদীয় এলাকার (সাপাহার, পোরশা ও নিয়ামতপুর) উপজেলার ২০টি ইউনিয়নের প্রত্যেকটিতে ২০টি করে গভীর নলকুপ স্থাপন করা হয়েছে। প্রতিটি গভীর নলকুপের জন্য ৬৫ হাজার টাকা করে মোট ব্যয় হয়েছে ২ কোটি ৬০ লাখ টাকা। এই প্রকল্প বাস্তবায়নের ফলে উল্লেখিত ৩টি উপজেলার ২০টি ইউনিয়নের অন্তত ৪৮ হাজার মানুষের খাবার সুপেয় পানি সুনিশ্চিত হয়েছে। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের তত্বাবধানে সাদেকুল ইসলাম নামে স্থানীয় একটি ঠিকাদারী প্রতিষ্ঠান প্রকল্পটি বাস্তবায়ন করেছে। অনুষ্ঠানে সাপাহার সীমান্তে একটি স্থলবন্দর স্থাপনের দাবি করা হলে প্রধান অতিথি সার্বিক প্রচেষ্টা করবেন বলে প্রতিশ্র“তি দেন এবং খঞ্জনপুর সীমান্তবর্তী এলাকা পরিদর্শন করেন। এর আগে রবিবার বিকেলে শ্রী সন্দীপ আত্রাইয়ের গান্ধি আশ্রম এবং কবিগুরু রবীন্দ্র নাথ ঠাকুরের পতিসর কাচারিবাড়ি পরিদর্শন করেন। রাত সাড়ে ৮টায় নওগাঁ সার্কিট হাউসে নওগাঁ জেলা পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দের সঙ্গে তিনি সংক্ষিপ্ত মতবিনিময় করেন। সোমবার সকালে তিনি নওগাঁ শহরের ঐতিহ্যবাহী শ্রীশ্রী বুড়া কালি মাতার পুজোমন্ডপ ও শ্রীশ্রী রাধা-গোবিন্দ জিউ ঠাকুরবাড়ি (আখড়াবাড়ি) এবং বদলগাছী উপজেলার ঐতিহাসিক পাহাড়পুর বৌদ্ধবিহার পরিদর্শন করেন।
(বিএম/এএস/মে ০৫, ২০১৪)

পাঠকের মতামত:

১৯ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test