E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

না’গঞ্জে আসছেন না আল্লামা শফী

২০১৪ ডিসেম্বর ২৭ ২১:০৫:২৫
না’গঞ্জে আসছেন না আল্লামা শফী

নারায়ণগঞ্জ প্রতিনিধি : সকল প্রস্তুতি ও আয়োজন সম্পন্ন হলেও নারায়ণগঞ্জে পূর্ব নির্ধারিত কর্মসূচিতে আসছেন না হেফাজতে ইসলামের আমির ও বাংলাদেশ কওমী মাদরাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান আল্লামা শাহ আহমদ শফী।

শনিবার রাত ৭টায় নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার ড. খন্দকার মহিদউদ্দিন ও আয়োজকরা বিষয়টি নিশ্চিত করেছেন।

নারায়ণগঞ্জের ২টি স্থানে কর্মসূচিতে যোগ দিতে শনিবার বিকেলে বিমানে করে ঢাকায় শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে আসলেও সন্ধ্যা ৬টায় একটি বেসরকারি এয়ারলাইন্সে করে তাকে পাঠিয়ে দেওয়া হয়।

নারায়ণগঞ্জ শহরের মাসদাইরে কেন্দ্রীয় ঈদগাঁয়ে রবিবার বিকেলে বাংলাদেশ কওমী মাদরাসা শিক্ষা বোর্ড (বেফাক) নারায়ণগঞ্জ জেলা শাখার উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও ইসলামী মহাসম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল আল্লামা শফীর। এর আগে সকালে তার সিদ্ধিরগঞ্জের মাদানী নগর মাদরাসাতে বক্তব্য রাখার কথা ছিল।

তবে আল্লামা শফী না আসলেও ঈদগাঁয়ে অনুষ্ঠান হবে কী না সেটা নিয়েও রয়েছে নানা ধরনের সন্দেহ। সংশ্লিষ্ট সূত্র নিশ্চিত করেছে, দেশে হঠাৎ করে রাজনৈতিক পরিস্থিতি অস্থির হওয়ার কারণে প্রশাসন ও সরকারের চাপে শফী আবারও চট্রগ্রাম ফেরত গেছেন বলে জানা গেছে।

অনুষ্ঠানের অন্যতম সমন্বয়ক মাওলানা ফেরদাউসুর রহমান বলেন, ‘আমরা বিষয়টি নিয়ে আলোচনা করছি। তবে আমাদের প্রস্তুতি ছিল। মঞ্চ ও প্যাণ্ডেল তৈরির কাজও শেষ।’

(ওএস/এটিআর/ডিসেম্বর ২৭, ২০১৪)

পাঠকের মতামত:

০৪ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test