E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

গাজীপুরে ছিনতাইকারীর গুলিতে যুবক নিহত, ৩ লাখ টাকা লুট

২০১৪ ডিসেম্বর ২৮ ১৮:৫১:৪২
গাজীপুরে ছিনতাইকারীর গুলিতে যুবক নিহত, ৩ লাখ টাকা লুট

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর : গাজীপুরে বিকাশ কর্মীর ৩ লাখ টাকা লুট করে পালানোর সময় ছিনতাইকারীর গুলিতে এক যুবকের মৃত্যু হয়েছে। রবিবার সকাল ১০ টার দিকে গাজীপুর মহানগরীর কোনাবাড়ি শিল্প এলাকায় অবস্থিত ব্র্যাক ব্যাংকের সামনে শত শত মানুষের সামনেই ওই ছিনতাইয়ের ঘটনা ঘটে। নিহত রুমান মিয়া (৩০) ময়মনসিংহ সদরের গোয়ালকান্দি গ্রামের ছফর আলীর ছেলে। তিনি স্ত্রী ও তৃতীয় শ্রেণীতে পড়ুয়া একমাত্র মেয়েকে নিয়ে কোনাবাড়ির আমবাগ এলাকায় বাস করতেন।

এ ঘটনায় আশিকুর রহমান (২২) বিকাশের ওই কর্মীও গুলিবিদ্ধ হয়েছেন। তাকে গাজীপুর সদর হাসপাতাল থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। আশিকের বাড়ি গাজীপুরের কাপাসিয়া উপজেলার বারিষাবো ইউনিয়নের সাইলদিয়া গ্রামে। পুলিশ ঘটনাস্থল থেকে গুলিসহ একটি পিস্তল ও গুলির একটি খোসা উদ্ধার করেছে।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ উদ্ধার করে গাজীপুর মর্গে পাঠায়। মৃত্যুর খবর পেয়ে রুমানের স্ত্রী ও অন্যান্য আত্মীয়রা মর্গে আসেন। এ সময় তাদের আহাজারীতে মর্গের সামনে হৃদয় বিদারক পরিবেশের সৃষ্টি হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে, সকাল ১০ টার দিকে বিকাশ কর্মী আশিকুর রহমান ৩ লাখ টাকা ব্যাগে করে হেটে ব্র্যাক ব্যাংকে জমা দিতে যাচ্ছিলেন। কোনাবাড়ির ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশে অবস্থিত ব্যাংকের সামনে পৌছালে ৩ ছিনতাইকারী তার পায়ে গুলি করে টাকার ব্যাগ কেড়ে নিয়ে দৌড়ে পালাতে থাকে। আশিকুরের চিৎকারে কাছে থাকা রুমান ধাওয়া করে এক ছিনতাইকারীকে জাপটে ধরে ফেলেন। এ সময় ওই ছিনতাইকারী রুমেনের বুকে পিস্তল ঠেকিয়ে গুলি করে পালিয়ে যায়। গুলি বুক ভেদ করে পিছন দিয়ে বেরিয়ে যায়। এতে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। আশোপাশের লোকজন রুমান ও আশিকুরকে উদ্ধার করে স্থানীয় ক্লিনিকে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রুমানকে মৃত ঘোষনা করেন।

ব্যাংকের সামনের ফুটপাতের পুরাতন শীতবস্ত্র ব্যবসায়ী জালাল মিয়া (৫৩) জানান, আশেপাশের লোকজন বুঝে উঠার আগেই ছিনতায়ের ঘটনাটি ঘটে। গুলিতে রুমান লুটিয়ে পড়লে চারদিক থেকে লোকজন জড়ো হয়ে ছিনতাইকারীদের ধাওয়া করে। এ সময় ছিনতাকারীরা আরো এক রাউন্ড গুলি করে পিস্তলটি ফেলে পালিয়ে যায়।

রুমানের বাবা বৃদ্ধ ছফর আলী জানান, তার ছেলে কোনাবাড়ির আমবাগ এলাকার বরকত আলীর বাড়িতে ভাড়া থেকে ঢাকা-চন্দ্রা রুটে চলাচলকারী আজমেরী পরিবহন কাউন্টারে কাজ করতেন। পাশাপাশি কোনাবাড়ি ইউনিট আওয়ামী লীগ অফিসের সহকারী হিসেবে কাজ করতেন। তিন ছেলে এক মেয়ের মধ্যে রুমান মেঝো। ১০ বছর আগে তিনি বিয়ে করেন। স্ত্রী কামরুন নাহার স্থানীয় পিএনএফ সোয়েটার কারখানার অপারেটর। একমাত্র শিশু সন্তান ৯ বছরের রিশনা আমবাগ কে এস পাবলিক স্কুলের তৃতীয় শ্রেণীর ছাত্রী। বাড়িতে টাকা পাঠাতো। গ্রামে আড়াই শতাংশের বাড়ি ছাড়া তাদের আর কোন সম্পদ নেই। রুমান ও তার স্ত্রীর আয়ে সংসার চলতো।

চোখের পানি মুছে ওই বৃদ্ধ বলেন, ৪দিন আগে স্ত্রী জরিনা খাতুনসহ ছেলের বাসায় বেড়াতে এসেছিলেন। বেড়াতে এসে ছেলের লাশ নিয়ে বাড়ি ফিরতে হবে জানা ছিল না। শিশু রিশনার লেখাপড়া ও তার ভবিষ্যৎসহ তাদের সাংসার কিভাবে চলবে তা নিয়ে কেঁদে বুক ভাসাচ্ছিলেন তিনি।

‘ওর কি মরার বয়স হয়েছে, ও আমার আগে চলে যেতে পারে না। বাবার কথা জিজ্ঞাস করলে মেয়েটাকে কি জবাব দিব, কিভাবে বলব ওর বাবা আর বেঁচে নেই। তোমরা তাকে এনে দাও’ এসব বলে শ্বশুরের পাশেই বুক চাপড়ে আহজারি করছিলেন স্ত্রী কামরুন নাহার। জানালেন, ‘সকালে এক সাথে নাস্তা করে সকাল ৮টার কিছু আগে তিনি বাসা থেকে বের হন। সাড়ে ১০টার দিকে গুলিবিদ্ধ হওয়া খবর পেয়ে হাসপাতালে এসে জানতে পারেন রুমানের মৃত্যু হয়েছে। সে সাহসী লোক ছিল। সব সময় অন্যের বিপদে ঝাপিয়ে পড়তো। অনেক নিষেধ করেছি শুনেনি। ওদের হাতে পিস্তল ছিল। বিপদ জেনেও সে এগিয়ে গিয়ে গিয়েছিল। অন্যের বিপদে এগিয়ে গিয়ে প্রাণ গেল। এখন আমার ও আমার মেয়ের কি হবে’ বলে মুর্ছা যান তিনি।

বিকাশের গাজীপুর সদর উপজেলার ম্যানেজার মোতাহার হোসেন দাবি করেন, তাদের ৩ লাখ টাকা ছিনতাই হয়েছে।

জয়দেবপুর থানার ওসি খন্দকার রেজাউল হাসান রেজা জানান, ঘটনাস্থল থেকে একটি পিস্তল ও এক রাউন্ড গুলি এবং একটি গুলির খোসা উদ্ধার করা হয়েছে। ছিনতাই হওয়া টাকার পরিমাণ বিকাশের লোকজন নিশ্চিত করে জানাতে পারেন নি। জড়িতদের গ্রেপ্তারে বিভিন্ন এলাকায় অভিযান চালানো হচ্ছে।

(এসএএস/এএস/ডিসেম্বর ২৮, ২০১৪)

পাঠকের মতামত:

১৭ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test