E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ভোমরা বন্দরে ৩০ লাখ টাকার ভারতীয় কাপড় আটক

২০১৪ মে ০৫ ১৭:৩৭:৪৪
ভোমরা বন্দরে ৩০ লাখ টাকার ভারতীয় কাপড় আটক

সাতক্ষীরা প্রতিনিধি : ঢাকায় পাচারকালে গোপন খবরের ভিত্তিতে বিজিবি সদস্যরা সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর থেকে সোমবার ভোরে ২৬ গাইড ভারতীয় কাপড় ও থ্রি-পিচ উদ্ধার করেছে।

ভোমরা বিজিবি ক্যাম্পের সুবেদার আবুল কালাম জানান, একটি পাচারকারি চক্র অবৈধপথে ভারত থেকে কাপড় ও থ্রি-পিচ এনে ঢাকায় পাচার করছে বিজিবি সদস্যরা এমন খবর পান। এরই ভিত্তিতে বিজিবি সদস্যরা সোমবার ভোর চারটার দিকে ভোমরা স্থলবন্দরের সরকারি পার্কিং জোনের তিন নং ফটকের সামনে থেকে ২৬ গাইড ভারতীয় কাপর ও থ্রি-পিচ উদ্ধার করে।

তিনি আরো জানান, বৃষ্টিতে ওই মালামাল ভিজে যাওয়ায় কাপড় বা থ্রি-পিস গোনা সম্ভব হয়নি। ওইসব কাপড় সোমবার দুপুরে সাতক্ষীরা শুল্ক গুদামে জমা দেওয়া হয়েছে। আটককৃত কাপড়ের মূল্য ৩০ লাখ টাকা।

এদিকে পদ্মশাঁখরা বিজিবি ক্যাম্পের নায়েব সুবেদার মহসিন আলী জানান, রবিবার রাত সাড়ে ৭টার দিকে সীমান্তের শ্মশানঘাট এলাকা থেকে ভারতীয় ৭৫০ গ্রাম গাজা ও ছয় বোতল বিয়ার পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়েছে।

(আরকে/জেএ/মে ০৫, ২০১৪)

পাঠকের মতামত:

১৮ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test