E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ভাটা মালিকদের চাহিদামত কয়লা সরবরাহ করার দাবীতে বগুড়ায় সংবাদ সম্মেলন

২০১৪ ডিসেম্বর ২৯ ১২:৪৬:৩৬
ভাটা মালিকদের চাহিদামত কয়লা সরবরাহ করার দাবীতে বগুড়ায় সংবাদ সম্মেলন

বগুড়া প্রতিনিধি: কয়লা সংকট দেখা দেওয়ায় বগুড়ার ইটভাটা মালিকরা ভাটায় আগুন দিতে পারছে না বলে অভিযোগ করেছেন। রোববার বিকেলে বগুড়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে বগুড়া জেলা ইটভাটা মালিক সমিতির নেতৃবৃন্দ ভাটা মালিকদের চাহিদামত কয়লা সরবরাহ করার দাবী জানান।

এসময় জেলা ইট প্রস্তুতকারক মালিক সমিতির সভাপতি আবুল কালাম আজাদ লিখিত বক্তব্যে বলেন, চলতি মৌসুমের শুরুতে দেশে তীব্র কয়লা সংকট শুরু হওয়ায় দেশের অধিকাংশ ইটভাটায় আগুন দেওয়া সম্ভব হচ্ছে না।

কিছু ভাটায় আগুন দেওয়া হলেও তাদের উৎপাদন ব্যায় বেড়েগেছে। বড়পুকুরিয়া কয়লা খনিতে দীর্ঘ দিন ধরে কয়লা উত্তোলন বন্ধ ও ভারত থেকে কয়লা রপ্তানি বন্ধ থাকায় কয়লার দাম বেড়েছে। এরই মধ্যে বড়পুকুরিয়ায় নতুন করে কয়লা উত্তোলন শুরু হয়েছে।

কিন্তু কয়লা উত্তোলনের সাথে নানা শর্ত জুড়ে দিয়েছে। বিগত বছরে ট্রেড লাইসেন্স, ইট পোড়ানোর লাইসেন্স, ভ্যাট ও আয়কর প্রদানের কাগজপত্র ছিল। এবার শর্ত হিসাবে ট্রেড লাইসেন্স, জাতীয় পরিচয় পত্র, পরিবেশ ছাড়পত্র সহ নানা কাগজপত্র উল্লেখ করা হয়েছে। সেই সাথে কয়লা ক্রয়ের আবেদন পত্র চাওয়া হলেও আবেদনকারিকে কিভাবে মনোনিত করা হবে সে কথা বলা হয়নি। ইট ভাটা মালিক ছাড়ও মধ্যসত্ত্বভোগীরাও কয়লা ক্রয়ের জন্য আবেদন দিয়েছে। শর্ত পরিবর্তন করে দিয়ে ভাটা মালিকরা ছাড়াও অন্যরাও কয়লা ক্রয়ের জন্য আবেদন জমা দিতে পারেন।

তিনি বলেন, এতে করে মধ্যসত্ত্বভোগিদের হাতে কয়লা জিম্মি হয়ে পড়বে। ভাটা মালিকরা যাতে কয়লা কেনার অনুমতি পায় এ জন্য প্রধানমন্ত্রীসহ সংশ্লিষ্ট সকলের কাছে সহযোগিতা কামনা করেন। এসময় উপস্থিত ছিলেন উত্তরবঙ্গ ইট প্রস্তুতকারি মালিক সমিতির আহবায়ক সাদরুল ইসলাম, জেলা ইট প্রস্তুতকারি মালিক সমিতির সাধারণ সম্পাদক এমএসএম আতিকুর রহমান বাদল, উপদেষ্টা রেজাউল করিম বাবলু, জুবায়ের হোসেন শাহিন, মাকসুদার রহমান খোকন, আব্দুল ওয়াহাব প্রমুখ।





(এএসবি/এসসি/ডিসেম্বর২৯,২০১৪)

পাঠকের মতামত:

১৬ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test