E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

টঙ্গীতে হরতাল সমর্থকদের মিছিল পুলিশের বাধা

২০১৪ ডিসেম্বর ২৯ ১৪:১৮:৩১
টঙ্গীতে হরতাল সমর্থকদের মিছিল পুলিশের বাধা

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর : বিএনপিসহ ২০দলের ডাকা হরতাল চলাকালে সোমবার সকালে মিছিল থেকে গাড়ী ভাংচুরের সময় গুলি ও টিয়ারসেল নিক্ষেপ করেছে পুলিশ। এছাড়া নগরীর জয়দেবপুর থানার মালেকের বাড়ি এলাকায় মিছিল বের করলে পুলিশ ধাওয়া দিয়ে ছত্রভঙ্গ করে দেয়। এদিকে নাশকতায় জড়িত সন্দেহে রবিবার রাতে বিভিন্ন স্থান থেকে ১৫ জনকে আটক করেছে জয়দেবপুর থানার পুলিশ। জনা গেছে আটককৃতদের অধিকাংশই নিরীহ মানুষজন।

টঙ্গী চেরাগ আলী মার্কেটের বেক্সিমকো সড়ক এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে হরতালের সমর্থনে একটি মিছিল বের হয়। পরে মিছিলকারীরা গাড়ি ভাংচুর শুরু করে। খবর পেয়ে পুলিশ গিয়ে কয়েক রাউন্ড ফাঁকা গুলি ও কাঁদানে গ্যাস সেল ছুঁড়লে পিকেটাররা পালিয়ে যায়।

টঙ্গী থানার ওসি মো: ইসমাইল হোসেন জানান, সকাল ৮টার দিকে টঙ্গীর চেরাগ আলী মার্কেটের বেক্সিমকো সড়কে হরতালের সমর্থনে একটি মিছিল বের হয়। মিছিলটি ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে গিয়ে কয়েকটি গাড়ি ভাংচুর শুরু করে। এক পর্যায়ে তারা মহাসড়কে টায়ারে অগ্নিসংযোগের চেষ্টা করে। এ সময় পুলিশ তাদের ছত্রভঙ্গ করতে গেলে পুলিশের উদ্দেশ্যে তারা ইট-পাটকেল ছুঁড়তে থাকে। পরে পুলিশ কয়েক রাউন্ড শর্টগানের ফাঁকা গুলি ও কাঁদানে গ্যাসের সেল ছুঁড়ে তাদের ছত্রভঙ্গ করে দেয়। এর আগে সকাল পৌণে ৮টার দিকে টঙ্গীর সুর তরঙ্গ রোড এলাকায় স্বেচ্ছাসেবক দল মিছিল বের করলে পুলিশ তাদের ধাওয়া দিলে তারা পালিয়ে যায়।

এদিকে সকাল ৭টার দিকে গাজীপুর সিটি করপোরেশনের মালেকের বাড়ি এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে এবং বাইপাস সড়ক এলাকায় পিকেটরোরা ঝটিকা মিছিল বের করে। এছাড়া কাজী আজিম উদ্দিন কলেজ এলাকায় ওই কলেজের সাবেক এজিএস নূরে আলমের নেতৃত্বে একটি মিছিল বের করলে পুলিশ ধাওয়া করে ছত্রভঙ্গ করে দেয়।

শহর ঘুরে দেখা গেছে, মহাসড়ক ও অভ্যন্তরীন সড়কে কিছু বাস-মিনিবাস চলতে দেখা গেলেও দূর পাল্লার বাস চলাচল করেনি। তবে রিকশা, অটোরিকশা, টেম্পু, লেগুনা চলাচল কিরলেও সংখ্যায় কম।

জয়দেবপুর ডিউটি অফিসার এএসআই কবির হোসেন জানান, নাশকতায় জড়িত সন্দেহে রবিবার রাতে বিভিন্ন স্থান থেকে ১৫ জনকে আটক করা হয়েছে।

দেলোয়ার হোসেন (৪৫) নামে আটক হওয়া এক ব্যক্তির চাচাী নাসরিন বেগম জানান, রবিবার বাড়ির কাছে বাংলাবাজার এলাকায় রাস্তার পাশে কাজ করার সময় পুলিশ তাকে ধরে নিয়ে এসেছে। তার নামে কোন মামলা ও জিডিও নেই। তিনি জানান, আটকৃতদের অধিকাংশই নিরীহ মানুষজন।

(এসএএস/এএস/ডিসেম্বর ২৯, ২০১৪)

পাঠকের মতামত:

১৭ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test