E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বগুড়া থেকে ছিনতাই হওয়া ২১০ বস্তা চাল গাজীপুরে উদ্ধার

২০১৪ ডিসেম্বর ২৯ ১৬:০১:১১
বগুড়া থেকে ছিনতাই হওয়া ২১০ বস্তা চাল গাজীপুরে উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর : বগুড়া থেকে ছিনতাই হওয়া ২১০ বস্তা চাল রবিবার রাতে গাজীপুর থেকে উদ্ধার করেছে পুলিশ। এ সময় চাল ছিনতাইকারী দলের ৬ জনকে গ্রেপ্তারও করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন, গাজীপুর নগরীর হায়দারাবাদ জনতাবাজার এলাকার সদু মিয়ার ছেলে হাসিফ (২২), হারবাইদ এলাকার বাবুল মিয়া (৩৫), নেত্রকোনার পূর্বধলার পুকুরিয়াকান্দা গ্রামের রমিজ উদ্দিন (১৮), নারায়ণগঞ্জের সোনারগাঁ এলাকার ইকবাল হোসেন (২৬), শেরপুরের নরসিংহপুরের রফিকুল ইসলাম (৩০) ও ময়মনসিংহের নান্দাইলের বনগ্রাম এলাকার আবদুল খালেক (২৭)।

জানা গেছে, গত ২৩ ডিসেম্বর উত্তরবঙ্গ মহাসড়কের বগুড়ার শেরপুর এলাকায় আলাল এগ্রো ফুডের ৩০৫ বস্তা চাল ট্রাকসহ ছিনতাই হয়। চালের ট্রাকটি ঢাকায় যাচ্ছিল। এ ব্যাপারে ওই আলাল ফুডের কর্মকর্তা আবুল কালাম আজাদ ফিরোজ বাদী হয়ে শেরপুর থানায় মামলা করেন।

জয়দেবপুর থানার এসআই মিষ্টার আলী জানান, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার রাত সাড়ে ৩টার দিকে গাজীপুরের পুবাইলের হায়দারাবাদ জনতাবাজার এলাকার লেদু মিয়ার বাড়িতে অভিযান চালিয়ে ২১০ বস্তা চাল উদ্ধার এবং ঘটনার সঙ্গে জড়িত ওই ছয়জনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা আলাল এগ্রো ফুড লেখা চালের বস্তা পরিবর্তন করে বিক্রির জন্যে বস্তা ট্রাকে উঠাচ্ছিল।

(এসএএস/এএস/ডিসেম্বর ২৯, ২০১৪)

পাঠকের মতামত:

১৭ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test