E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

পাবনায় সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৬

২০১৪ ডিসেম্বর ২৯ ১৬:০৯:২৬
পাবনায় সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৬

চাটমোহর (পাবনা) প্রতিনিধি : পাবনা-ঢাকা মহাসড়কে আতাইকুলার শোলাবাড়িয়া নামক এলাকায় পত্রিকা পরিবহনকারী পিকআপ ভ্যান ও নছিমনের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত ও ৬ জন আহত হয়েছেন। সোমবার ভোর সাড়ে ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, সাঁথিয়া উপজেলাধীন আতাইকুলা থানার মাধপুর বোয়াইলমারী গ্রামের মাখন আলীর ছেলে রমজান আলী (৫০) ও একই এলাকার মজিবর রহমানের ছেলে হেলাল উদ্দিন (৪০)।

আহতরা হলেন, মানিক হোসেন (২৪), শাহিন হোসেন (২২), ইসরাইল আলম (২০), সাইফুল ইসলাম (৩৫), লালু হোসেন (২৬) ও মোফাজ্জল হোসেন (৪৫)। তাদের পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মাধপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) হাফিজ উদ্দিন দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ভোর সাড়ে ৫টার দিকে ঢাকা থেকে পত্রিকা পরিবহনকারী একটি পিকআপ ভ্যান পাবনায় যাচ্ছিল। পথিমধ্যে আতাইকুলার শোলাবাড়িয়া নামক স্থানে বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী শ্যালোইঞ্জিন চালিত যাত্রীবাহি একটি নছিমনের সাথে মুখোমুখি সংঘর্ষ হলে এই দূর্ঘটনা ঘটে। এতে নছিমনের ৮ যাত্রী গুরুতর আহত হয়।

খবর পেয়ে মাধপুর হাইওয়ে পুলিশ ও স্থানীয়রা আহতদের উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রমজান ও হেলাল নামের দুইজন মারা যায়। হতাহতরা সবাই নছিমনের যাত্রী।

(এসএইচএম/এএস/ডিসেম্বর ২৯, ২০১৪)

পাঠকের মতামত:

২০ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test