E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শিরোনাম:

কালিহাতীতে কটুক্তির প্রতিবাদে ফুসে উঠেছে সাংবাদিকরা

২০১৪ ডিসেম্বর ২৯ ১৯:৫৭:৪৩
কালিহাতীতে কটুক্তির প্রতিবাদে ফুসে উঠেছে সাংবাদিকরা

টাঙ্গাইল প্রতিনিধি : বাংলাদেশ জনতা ব্যাংকের পরিচালক ও আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ-কমিটির সহ-সম্পাদক আবু নাসের টাঙ্গাইলে এক সংবাদ সম্মেলনে কালিহাতীর সাংবাদিকদের নিয়ে শিষ্টাচার বর্জিত কটুক্তি করে সমালোচনা করেন। ওই বক্তব্যের প্রতিবাদে কালিহাতী উপজেলা সাংবাদিকরা ফুসে উঠে। রবিবারের ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে দ্বিতীয় দিনে কালিহাতী প্রেস ক্লাবের উদ্যোগে সোমবার বিকেলে এলেঙ্গা বাসস্ট্যান্ড চত্তরে সাংবাদিকদের এক প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি ঢাকা-বঙ্গবন্ধু সেতু মহাসড়ক প্রদক্ষিণ শেষে এলেঙ্গা বাসস্ট্যান্ড চত্তরে শেষ হয়।

পূর্ব ঘোষিত আল্টিমেটাম অনুযায়ী আবু নাসের সাংবাদিকদের কাছে নিঃশর্ত ক্ষমা না চাওয়ায় এলেঙ্গায় বিক্ষোভ সমাবেশ থেকে আবু নাসেরকে কালিহাতীতে অবাঞ্চিত ঘোষণা করা হয়। আগামী ৭ দিনের মধ্যে আবু নাসের সাংবাদিকদের নিয়ে ধৃষ্টতাপূর্ণ কটুক্তি প্রত্যাহার করে কালিহাতীর সাংবাদিকদের কাছে নিঃশর্ত ক্ষমা না চাইলে আগামীতে সাংবাদিক জনতা ঐক্যবদ্ধ হয়ে আবু নাসেরকে কালিহাতীতে প্রতিহত করা হবে। এ বিষয়ে কালিহাতীর বিভিন্নস্তরের সুশীল সমাজ সাংবাদিকদের নিয়ে আবু নাসেরের এরূপ কুরুচিপূর্ণ মন্তব্যের তীব্র নিন্দা জানিয়েছেন। ভবিষ্যতে আর এ ধরণের মন্তব্য না করার আহ্বান জানান। মানববন্ধনে বক্তব্য রাখেন, কালিহাতী উপজেলা প্রেসক্লাবের সাধারন সম্পাদক দৈনিক মজলুমের কন্ঠ প্রতিনিধি শাহআলম, সাবেক সভাপতি রশিদ আহম্মেদ আব্বাসী, বাংলাপোষ্ট প্রতিনিধি মনিরুজ্জামান মতিন, এবিনিউজ ও দৈনিক দিনকাল প্রতিনিধি তারেক আহমেদ প্রমুখ।

উল্লেখ্য সম্প্রতি টাঙ্গাইলের একটি সাপ্তাহিক পত্রিকায় মুক্তিযোদ্ধাকে প্রতারণার বিষয়ে ধারাবাহিক প্রতিবেদন প্রকাশ করায় আবু নাসের ক্ষিপ্ত হয়ে সাংবাদিকদের নিয়ে এরূপ কটুক্তি করেন। সমাবেশে কালিহাতীর বিভিন্ন ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ বক্তব্য রাখেন।

(আরপি/পি/ডিসেম্বর ২৯, ২০১৪)

পাঠকের মতামত:

০২ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test