E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শিরোনাম:

আজহারের ফাঁসি, বগুড়ায় যুবলীগের আনন্দ মিছিল

২০১৪ ডিসেম্বর ৩০ ১৬:৩৫:২০
আজহারের ফাঁসি, বগুড়ায় যুবলীগের আনন্দ মিছিল

বগুড়া প্রতিনিধি : মানবতা বিরোধি অপরাধে জামায়াত নেতা যুদ্ধাপরাধী এটিএম আজহারুল ইসলামের ফাঁসির আদেশ হওয়ায় আনন্দ মিছিল ও সমাবেশ করেছে বগুড়া জেলা যুবলীগ। মঙ্গলবার রায় ঘোষণার পরই দলীয় কার্যালয় থেকে বিশাল মিছিল শহর প্রদক্ষিন করে।

মিছিল শেষে দলীয় কার্যালয়ের সামনে সমাবেশে সভাপতির বক্তব্যে বগুড়া জেলা যুবলীগের সাধারণ সম্পাদক সাগর কুমার রায় বলেছেন, জননেত্রী শেখ হাসিনা যে প্রতিশ্রুতি প্রদান করেন তা পূরনও করেন। জনগনের প্রত্যাশা পূরনে কাজ করছে বর্তমান সরকার। স্বাধীনতা লাভের দীর্ঘ সময় পর আওয়ামীলীগ সরকার যুদ্ধাপরাধীদের বিচার শুরু করেছে। ইতিমধ্যে কয়েকজনের বিচারের রায় দিয়েছে আন্তর্জাতিক যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল।

শহীদ বুদ্ধিজীবী ও মুক্তিযোদ্ধাদের রক্তের ঋণ শোধ করতে শত ষড়যন্ত্র, আন্তর্জাতিক চক্রান্ত, হুমকি-ধামকি উপেক্ষা করে গণহত্যাকারী কাদের মোল্লার ফাঁসি কার্যকরের মাধ্যমে কলঙ্ক মোচনের শুভ সূচনা হয়েছে। বাকি সকল রায়ও বর্তমান সরকার আমলে কার্যকর হবে।

দলীয় কার্যালয়ের সামনে সমাবেশে আরো বক্তব্য রাখেন আলহাজ শেখ, শুভাশীষ পোদ্দার লিটন, আমিনুল ইসলাম ডাবলু, খালেকুজ্জামান রাজা, মিথুন এমরান মিথুন, সিদ্দিকুর রহমান সিদ্দিক, মাইসুল তোফায়েল, উদয় কুমার বর্মন, চেয়ারম্যান আব্দুর রাজ্জাক, ইয়াছিন শেখ, সাজেদুর রহমান সিজু, সংগ্রাম কুমার দাস, হাফিজুর রহমান সমীর, ফজলে রাব্বি মিথুন, আলমগীর হোসেন, আব্দুর রহমান, আব্দুল মতিন সরকার, মতিন আলি প্রামানিক, লতিফুল ইসরাত মুন্না, রবিউল ইসলাম লিটন, আলাল শেখ, জাকারিয়া আদিল, বাবুল শেখ, জিয়াদুশ শরীফ পরাগ, তাজনুর রহমান তাপস, এনামুল হক, ফিরোজ হোসেন, হাবিল আকন্দ, রহমাতুল ইসলাম মনির, কামরুজ্জামান নুরু, রেজাউল বারী মিন্টু, বেনজির আহমেদ, আব্দুল হান্নান, অসিম কুমার রায়, জাকারিয়া খন্দকার, নিরব রহমান প্রমুখ। এর আগে বিশাল মিছিল শহর প্রদক্ষিণ করে।

(এএসবি/এএস/ডিসম্বের ৩০, ২০১৪)

পাঠকের মতামত:

০২ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test