E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

তালগাছীর জ্ঞানালোক, রেইনবো ও প্রগতি কিন্ডার গার্টেন  প্রাথমিক শিক্ষা সমাপনী ২০১৪ পরীক্ষায় উপজেলার শীর্ষে

২০১৪ ডিসেম্বর ৩০ ১৯:২৪:৩৮
তালগাছীর জ্ঞানালোক, রেইনবো ও প্রগতি কিন্ডার গার্টেন  প্রাথমিক শিক্ষা সমাপনী ২০১৪ পরীক্ষায় উপজেলার শীর্ষে

শাহজাদপুর(সিরাজগঞ্জ) প্রতিনিধি : শাহজাদপুর উপজেলায় প্রাথমিক শিক্ষা সমাপনী(পিএসসি) ২০১৪ পরীক্ষায় গাড়াদহ ইউনিয়নের তালগাছী জ্ঞানালোক, রেইনবো ও চরনবীপুর প্রগতি কিন্ডার গার্টেন স্কুল সরকারি প্রাথমিক বিদ্যালয়কে পিছনে ফেলে এবার শাহজাদপুর উপজেলার শীর্ষ স্থান অর্জন করেছে।

বিষয়টি নিশ্চিত করে শাহজাদপুর উপজেলা শিক্ষা অফিসার আকতারুজ্জামান জানান, উপজেলার গাড়াদহ ইউনিয়নের তিনটি কিন্ডার গার্টেন স্কুলের শিক্ষার্থী প্রাথমিক শিক্ষা সমাপনী-২০১৪ পরীক্ষায় অংশ নিয়ে সবাই জিপিএ ৫ পেয়েছে। জানা গেছে তালগাছী জ্ঞানালোক কিন্ডার গার্টেন স্কুল থেকে এবছর পিএসসি সমাপনী পরীক্ষায় ৩০ জন, তালগাছি রেইনবো কিন্ডার গার্টেন স্কুল থেকে ৩১ জন ও চরনবীপুর প্রগতি কিন্ডার গার্টেন থেকে ৮ জন শিক্ষার্থী অংশ নেয়। এরা সবাই জিপিএ-৫ পেয়েছে। উপজেলা শিক্ষা আফিসার আরো জানান উপজেলায় প্রাথমিক শিক্ষা সমাপনীঃ২০১৪ পরীক্ষায় ডিআর ভুক্ত শিক্ষার্থী ছিল ১০ হাজার ৯১৫ জন, পরীক্ষায় অংশ নেয় ১০ হাজার ৫৫৪ জন, পাশের হার ৯৯.১০ শতাংশ। ইবতেদায়ী শিক্ষা সমাপনীঃ২০১৪ পরীক্ষায় ডিআর ভুক্ত শিক্ষার্থীর সংখ্যা ছিল ৮৮৬ জন, পরীক্ষায় অংশ নেয় ৭২১ জন, পাশের হার ৯৭.০৯ শতাংশ।

(এআরপি/পি/ডিসেম্বর ৩০, ২০১৪)

পাঠকের মতামত:

০৫ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test