E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

হরতালের পাশাপাশি চলছে ৪৮ ঘণ্টার পরিবহন ধর্মঘট

২০১৪ ডিসেম্বর ৩১ ১৪:০৬:৪০
হরতালের পাশাপাশি চলছে ৪৮ ঘণ্টার পরিবহন ধর্মঘট

মেহেরপুর  প্রতিনিধি : মেহেরপুর জেলা সহ দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ১০ জেলায় ৪৮ ঘণ্টার ধর্মঘটের ডাক দিয়েছে সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন খুলনা বিভাগীয় আঞ্চলিক কমিটি। চার দফা দাবি আদায়ের লক্ষ্যে তারা ধর্মঘটের ডাক দেয়।

৩১ ডিসেম্বর বুধবার সকাল ৬টা থেকে এ ধর্মঘট চলবে। চার দফা দাবিগুলোর মধ্যে রয়েছে- সড়ক দুর্ঘটনায় ৩০২ ধারায় মামলা রুজু বন্ধ ও শাস্তির মেয়াদ তিন বছর থেকে না বাড়ানো, ড্রাইভিং লাইসেন্স ইস্যুর ক্ষেত্রে জটিলতা নিরসন ও দুর্নীতি বন্ধ করা, যানবাহন পরীক্ষার নামে পুলিশি হয়রানি, ওয়েব্রিজ স্কেল ও ফেরিঘাটে অনিয়ম, চাঁদাবাজি ও শ্রমিক নির্যাতন বন্ধ করা এবং সড়ক-মহাসড়কের ওপর থেকে হাটবাজার ও অবৈধ স্থাপনা উচ্ছেদ, মহাসড়কে স্থানীয়ভাবে নির্মিত যন্ত্রযান বন্ধ করা।

এদিকে হরতালের পাশাপাশি ধর্মঘটের কারনে জেলা শহর থেকে ধরনের বাস মিনি বাস ট্রাক চলাচল না করায় বিপাকে পড়েছে সাধারণ যাত্রীরা।

(ইএম/এএস/ডিসেম্বর ৩১, ২০১৪)

পাঠকের মতামত:

০৭ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test