E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ঝালকাঠির তৌকাঠিতে সরকারী খালের বাঁধ কাটার নির্দেশ

২০১৪ ডিসেম্বর ৩১ ২০:২৮:৫৪
ঝালকাঠির তৌকাঠিতে সরকারী খালের বাঁধ কাটার নির্দেশ

ঝালকাঠি প্রতিনিধি : ঝালকাঠি জেলার নলছিটি উপজেলার কুলকাঠি ইউনিয়নের তৌকাঠি খালের বাঁধ কাটার নির্দেশ দিয়েছে আদালত। বুধবার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেড আদালতের বিচারক জহিরুল ইসলাম নলছিটি থানার ওসিকে খালের বাঁধ কাটার এ নির্দেশ দেন।

মামলার বাদি পক্ষের আইনজীবী বনি আমীন বাকলাই জানান, তৌকাঠি গ্রামের জসিম মোল্লা ও জাহাঙ্গির মোল্লা প্রভাব খাটিয়ে সরকারি ওই খালে বাঁধ দিয়ে মাছ ধরার প্রস্তুতি নিচ্ছেল। এ সময় স্থানীয় মো. সোলায়মান শরীফ বাদি হয়ে এদের বিরুদ্ধে ঝালকাঠির অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেড আদালতের মামলা করেছেন। নলছিটি থানার ওসি আবুল খায়ের জানান, আদালতের আদেশের কপিটি এখনও হাতে পাইনি। হাতে পেলে আদালতের নির্দেশ অনুযায়ি আইনগত ব্যাবস্থা নেয়া হবে।’ এদিকে স্থানীয়রা জানিয়েছে, সরকারি ওই খালের মাছ ধরে প্রায় শতাধিক দরিদ্র পরিবারের তাদের জীবিকা নির্বাহ করে। প্রভাবশালী ওই মহলটি মাছ ধরলে। দরিদ্র পরিবারের লোকদের পথে বসতে হবে। তাছাড়া এই সময়ে ওই খাল সেচ করা হলে তার পানি পরে প্রায় শতাধিক একরের আমন ধানের ক্ষতির আশংকা রয়েছে।

(এএম/পি/ডিসেম্বর ৩১, ২০১৪)

পাঠকের মতামত:

২০ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test