E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

মদনে বই বিতরণ শুরু

২০১৫ জানুয়ারি ০১ ১৫:০৪:৪৯
মদনে বই বিতরণ শুরু

মদন (নেত্রকোণা) প্রতিনিধি : মদনে ছাত্র-ছাত্রীদের মাঝে বই বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার মো: খুরশীদ শাহরিয়র ও উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব এম এ হারেছ। বর্তমান সরকারের ঘোষণা মোতাবেক সারাদেশের ন্যায় বছরের প্রথম দিনে নেত্রকোনার মদন উপজেলায় আনুষ্ঠানিক ভাবে বই বিতরণ উদ্বোধন করা হয়।

বৃহস্পতিবার উপজেলার জাহাঙ্গীরপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে উপজেলা শিক্ষা কর্মকর্তা মো: আফতাব হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব এম এ হারেছ, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: খুরশীদ শাহরিয়র, পৌর মেয়র দেওয়ান মোদাচ্ছের হোসেন সফিক, সহকারী শিক্ষা অফিসার জিয়াউল হক, প্রধান শিক্ষক জসিম উদ্দিন খান ও সুরজিত বৈশ্য প্রমুখ।

উল্লেখ্য, উপজেলায় সরকারি-বেসরকারি এনজিও ও কেজিস্কুলসহ মোট ২১৬ টি শিক্ষা প্রতিষ্ঠানে ১ম শ্রেণি থেকে ৫ম শ্রেণি পর্যন্ত ৩৪ হাজার ৩শ ৭৯ টি বই বিতরণ করা হয়।

অপরদিকে উপজেলার মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক ১৬টি বিদ্যালয়ে ৭৩ হাজার ৬শ ২০টি বই এবং ১০টি মাদ্রাসার ছাত্র/ছাত্রীদের মাঝে ৪৭ হাজার ২শ ২০টি বই বিতরণ করা হবে বলে সংশ্লিষ্ট অফিস সূত্রে জানা যায়।

(এএমএ/এএস/জানুয়ারি ০১, ২০১৫)

পাঠকের মতামত:

২৬ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test