E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

নোয়াখালীতে পাঠ্যপুস্তক বিতরণ ও উদ্বোধনী ক্লাস শুরু

২০১৫ জানুয়ারি ০১ ১৬:৩৪:৩২
নোয়াখালীতে পাঠ্যপুস্তক বিতরণ ও উদ্বোধনী ক্লাস শুরু

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালী প্যারামেডিকেল কলেজ এনপিসি-ম্যাট্স’র ৪র্থ ব্যাচের ১ম বর্ষের শিক্ষার্থীদের নবীণ বরণ, নতুন পাঠ্যপুস্তক বিতরণ ও উদ্বোধনী ক্লাস শুরু হয়েছে। আজ (বৃহস্পতিবার) মাইজদীর এনপিসি-ম্যাটস্ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক অনুপম বড়ুয়া।

এনপিসি-ম্যাটস্ এর অধ্যক্ষ ডা. এএসএম মনির আহমেদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, নোয়াখালী পৌরসভার কাউন্সিলর আজিজুর রহমান সাজু, কলেজের প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক ডা. এমএ রহিম।

বক্তারা বলেন, দেশের বিপুল জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তরের জন্য কর্মমুখি ও বিশেষায়িত শিক্ষার প্রয়োজন রয়েছে। এ পতিষ্ঠান থেকে যারা প্যারামেডিক হয়ে বের হবেন তারা সরকারের স্বাস্থ্যসেবা কার্যক্রমে অবদান রাখতে সক্ষম হবেন।

পরে শিক্ষার্থীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়।

(জেএইচবি/এএস/জানুয়ারি ০১, ২০১৫)

পাঠকের মতামত:

২৬ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test