E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

নতুন বইয়ের গন্ধে খুশি শিশুরা

২০১৫ জানুয়ারি ০১ ১৭:১৯:০১
নতুন বইয়ের গন্ধে খুশি শিশুরা

মাগুরা প্রতিনিধি : কি সুন্দর চকচকে বই! দারুন মজা ! খুব আনন্দ লাগছে। এত আনন্দ জীবনেও পাইনি। নতুন বইয়ের গন্ধটাও দারুন।  বছরের প্রথম দিনে নতুন বই হাতে পেয়ে আনন্দে উদ্বেল অটিস্টিক শিশু মাইশা ভাঙ্গা ভাঙ্গা উচ্চারণে জানালো তার প্রতিক্রিয়া। শুধু মাইশাই নয় জেলার ৪ উপজেলার মোট ৫৫২টি প্রাথমিক বিদ্যালয় ও ২০৭টি মাদ্রাসা এবং মাধ্যমিক বিদ্যালয়ের মোট ২ লাখ ৩২ হাজার ৭শ ৯৫ জন ছাত্র-ছাত্রী নতুন বই পেয়ে আনন্দে উদ্বেলিত হয়ে পড়ে। 

আজ বৃহস্পতিবার সারা দেশের মত মাগুরাতেও অনুষ্ঠিত হয় বই উৎসব। মাগুরার প্রতিটি প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ে বিতরণ করা হয় সরকারের বিনামূল্যের নতুন বই।

এ উপলক্ষে সকালে মাগুরা শহরের নোমানি ময়দান এলাকায় ১নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয় বই বিতরণ।

সদর উপজেলা নির্বাহী অফিসার আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মাগুরার জেলা প্রশাসক মুহা. মাহবুবর রহমান। বিশেষ অতিথি ছিলেন জেলা শিক্ষা অফিসার এ.এস.এম সিরাজুদ্দোহা, মাগুরা পৌর মেয়র ইকবাল আকতার খান কাফুর প্রমুখ।

এ উপলক্ষ্যে জেলার ৪ উপজেলায় ২০৭টি মাধ্যমিক স্কুল ও মাদ্রাসার ১ লাখ ১২হাজার ২শ ৩৫জন ছাত্র-ছাত্রীর মাঝে বই ১৪ লাখ ৩ হাজার ২শ ৪২টি বই বিতরন করাহয় বলে জানান জেলা মাধ্যমিক কর্মকর্তা মোঃ ফজলে আলম। এছাড়া জেলাতে ৫৫২টি প্রাথমিক বিদ্যালয়ের মোট ১লাখ ২০ হাজার ৫শ ৬০জন শিশুরহাতে বই তুলে দেওয়া হয়েছে বলে জানান জেলা প্রাথমিক শিক্ষা অফিসারএ,এস.এম.সিরাজুদ্দোহা।

(আইএ/এএস/জানুয়ারি ০১, ২০১৫)


পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test