E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শিরোনাম:

চেতনার জাগরণে বই নিয়ে শুরু হলো ১০ দিনব্যাপী বগুড়া বইমেলা

২০১৫ জানুয়ারি ০১ ২০:৩৬:১৪
চেতনার জাগরণে বই নিয়ে শুরু হলো ১০ দিনব্যাপী বগুড়া বইমেলা

বগুড়া প্রতিনিধি : সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মনজুরুর রহমান বলেছেন, চেতনার জাগরণে বই। নতুন প্রজন্মকে বইমুখী করার উদ্দেশ্যে এই মেলার আয়োজন করা হয়েছে। বই আমাদের নিত্য সঙ্গী। বই পড়ার মধ্যে দিয়ে যে কোন জাতি নিজেদের উন্নতি করার পাশাপাশি বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাঁড়াতে পারবে। আমাদের আগামী প্রজন্মের জন্য বাংলাদেশের স্বাধীনতা আন্দোলন, ভুমিকাসহ সঠিক মুক্তিযুদ্ধের ইতিহাস জানতে বই পড়তে হবে।

শুধু বইমেলা নয় সব বয়সে সবসময় বই পড়ার মধ্যে দিয়ে নিজেদের গড়ে তুলতে হবে। বৃহস্পতিবার বিকেলে বগুড়া জিলা স্কুল মাঠে জাতীয় গ্রন্থকেন্দ্র, সাংস্কৃতিক মন্ত্রাণালয় এর উদ্যোগে ও বগুড়া জেলা প্রশাসনের ব্যবস্থাপনায় ১০ দিনব্যাপী বইমেলার উদ্বোধন শেষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন। বাংলাদেশ জ্ঞান ও সৃজনশীল প্রকাশক সমিতির সহযোগিতায় বগুড়া বইমেলার আলোচনা সভায় সভাপতিত্ব করেন বগুড়া জেলা প্রশাসক শফিকুর রেজা বিশ্বাস। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বগুড়া জেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব মমতাজ উদ্দিন, বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার সায়ফুজ্জামান ফারুকী, বাংলাদেশ জ্ঞান ও সৃজনশীল প্রকাশক সমিতির সভাপতি ওসমান গনি। শুভেচ্ছা বক্তব্য রাখেন জাতীয় গ্রন্থকেন্দ্রের অসীম সাহা। উপস্থিত ছিলেন জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, বগুড়ার সাংবাদিক ও প্রকাশক সমিতির নেতৃবৃন্দ। উদ্বোধনী আলোচনা সভা শেষে বইমেলার উপর আলোচনা করেন বগুড়া সরকারি আজিজুল হক কলেজের সহকারি অধ্যাপক ড. মীর ত্বাইফ মামুন মজিদ। সাংস্কৃতিক অনুষ্ঠানে সমন্বয় করেন জেলা কালচারাল অফিসার সাগর বসাক, বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশানের সভাপতিমন্ডলীর সদস্য তৌফিক হাসান ময়না, বগুড়া সম্মিলিত সাংস্কৃতিক জোট বগুড়ার সাধারণ সম্পাদক এবিএম জিয়াউল হক বাবলা। প্রথম দিনে শিল্পকলা একাডেমী, বগুড়া বাউল গোষ্ঠি, বগুড়া থিয়েটার সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ গ্রহণ করে।

মেলায় দেশের খ্যাতনামা প্রকাশনীর ৬৫টি স্টল ও একটি প্যাভিলিয়ন ছাড়াও রয়েছে লেখক-সাহিত্যিক ও সাংবাদিকদের জন্য পৃথক স্টল। প্রতিদিন বিকাল ৪টা থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত মেলা চলবে। প্রতিদিন বিকেলে মেলা মঞ্চে গ্রন্থাগার ও প্রকাশনা বিষয়ে আলোচনা সভা এবং সন্ধ্যার পর থেকে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন থাকবে।

(এএসবি/পি/জানুয়ারি ০১, ২০১৪)

পাঠকের মতামত:

০২ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test