E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

 মাগুরা সরকারি উচ্চ বিদ্যালয়ের ১৬০ বছর পূর্তি উৎসব

২০১৫ জানুয়ারি ০২ ১৫:০৫:০৩
 মাগুরা সরকারি উচ্চ বিদ্যালয়ের ১৬০ বছর পূর্তি উৎসব

মাগুরা প্রতিনিধি : ব্যাপক উৎসাহ উদ্দীপনা ও নানা আয়োজনের মধ্য দিয়ে আজ শুক্রবার মাগুরা সরকারি উচ্চ বিদ্যালয়ের ১৬০ বছর পূর্তি পালন করা হচ্ছে।

‘এসো মিলি প্রজন্ম থেকে প্রজন্মে’ এই শ্লোগান নিয়ে ১৬০ বছর পূতিতে জাতীয় পতাকা উত্তোলন করেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান প্রফেসর ডা. এম এস আকবর এমপি।

পরে কয়েক হাজার প্রাক্তন ছাত্র বর্ণাঢ্য র‌্যালী নিয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। বিভিন্ন ব্যাচের ছাত্ররা বর্ণিল সাজ আর ভুবুজেলা বাজিয়ে ব্যান্ডের তালে র‌্যালীতে অংশ নেন। এ উপলক্ষে বিদ্যালয়ের প্রাক্তন ছাত্ররা বিদ্যালয় প্রাঙ্গনে বটগাছের চারা রোপন করেন ।

দুপুরে স্কুলের ৫৫ জন প্রাক্তন শিক্ষককে আয়োজকদের পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট তুলে দেয়া হয়। দুপুরে অনুষ্ঠিত হবে আড্ডা ও প্রীতি ফুটবল ম্যাচ। সন্ধ্যায় অনুষ্ঠিত হবে জাতীয়ভাবে প্রতিষ্ঠিত শিল্পীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।

১৮৫৪ সালে প্রতিষ্ঠিত এ বিদ্যালয় থেকে পাশ করে বেরিয়েছেন দেশের স্বনামধন্য বহু কৃতি মানুষ। এদের মধ্যে লাহোর ট্রিবিউনের প্রখ্যাত সাংবাদিক কালি প্রসন্ন রায়, সাবেক জেলা ম্যাজিস্ট্রেট চন্দ্র শেখর করের মত স্বনামধন্য ব্যক্তিদের পাশাপাশি নাট্য ব্যক্তিত্ব সালাউদ্দিন লাভলু, ক্রিকেটে বিশ্ব সেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের মত প্রতিভাবন মানুষেরা রয়েছেন।

এ উপলক্ষে সপ্তাহজুড়ে মাগুরা শহরে ব্যাপক আলোকসজ্জা সকলের নজড় কেড়েছে।

(ডিসি/এএস/জানুয়ারি ০২, ২০১৫)

পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test