E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

কুষ্টিয়ায় ২ গ্রুপের সংঘর্ষ, আহত ২২

২০১৫ জানুয়ারি ০২ ১৮:২২:৪৫
কুষ্টিয়ায় ২ গ্রুপের সংঘর্ষ, আহত ২২

কুষ্টিয়া প্রতিনিধি : কুষ্টিয়ার কুমারখালীতে বাঁশ কাটাকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে ১০ জন গুলিবিদ্ধসহ উভয়পক্ষের ২২ জন আহত হয়েছেন।

শুক্রবার বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার চাঁদপুর ইউনিয়নের ঢলনগর বাজারের পাশে রাস্তার উপর হেলে পড়া একটি বাঁশ কাটাকে কেন্দ্র করে স্থানীয় আওয়ামী লীগ কর্মী জলু শেখ ও রবি মালিথা গ্রুপের মধ্যে এ সংর্ঘষ হয়।


কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি লুৎফর রহমান বিষয়টি নিশ্চিত করেন।

স্থানীয় সূত্র জানায়, ঢলনগর গ্রামের জলু শেখ ও রবি মালিথা গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তার নিয়ে দ্বন্দ চলে আসছিল। শুক্রবার বিকেলে রাস্তায় হেলে পড়া বাঁশ কাটাকে কেন্দ্র করে বাকবিতন্ডার একপর্যায়ে দেশীয় অস্ত্রশস্ত্র, লাঠি-সোটা নিয়ে দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয়পক্ষের ২২ জন আহত হয়।

পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলে শটগানের গুলি ছোড়ে। এতে গুলিবিদ্ধ হয় অন্তত ১০ জন।


গুলিবিদ্ধদের মধ্যে আশরাফুল (৩২), ছাত্তার (৪০), আকমল (৪০), তারিখ (৩৫), জিহাদ (৩৫), চাঁদ আলী (৩২), আছিয়া (৪০), তাইজালা (৪৪) ও চোকাকে (৪০) কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

কুষ্টিয়ার পুলিশ সুপার প্রলয় চিসিম জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ শটগানের গুলি ছুড়েছে। কত রাউন্ড গুলি ছোড়া হয়েছে তা জানাতে পারেননি তিনি।

কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক ডা. মাহমুদা ফেরদৌসী জানান, গুলিবিদ্ধদের মধ্যে দুই জনের অবস্থা আশঙ্কাজনক।

(কেকে/এএস/জানুয়ারি ০২, ২০১৫)

পাঠকের মতামত:

২৮ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test