E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শিরোনাম:

বিনামূল্যের বই বিতরণে অর্থ আদায়ের অভিযোগ!

২০১৫ জানুয়ারি ০২ ১৮:৪২:৩৪
বিনামূল্যের বই বিতরণে অর্থ আদায়ের অভিযোগ!


ঝালকাঠি প্রতিনিধি : সারাদেশে যখন নতুন বই উৎসবে মেতেছে সকল শিক্ষার্থীরা ঠিক তখনই ঝালকাঠির রাজাপুরের পূর্ব রাজাপুর এম. হোসেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দরিদ্র কোমলমতি শিক্ষার্থীরা মাত্র ২৫ টাকা করে দিতে না পেরে বছরের প্রথম দিনের বই উৎসবের আনন্দ থেকে বঞ্চিত হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

অভিযোগে জানা গেছে, বার্ষিক ক্রীড়া অনুষ্ঠানের অযুহাতে ওই বিদ্যালয়ের ১১৫ শিক্ষার্থীর কাছে ২৫ টাকা হারে দাবি করে স্কুলের শিক্ষকরা। যারা ওই টাকা পরিশোধ করতে পেরেছে তারা বই পেলেও দরিদ্র শিক্ষার্থীরা টাকা দিতে না পারায় নতুন বই পায়নি। অভিযোগের বিষয়ে পূর্ব রাজাপুর এম. হোসেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা তসলিমা নাসরিন বলেন, বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার জন্য শিক্ষার্থীদের কাছ থেকে ২৫ টাকা করে চাঁদা নিচ্ছি। বইয়ের জন্য কোন টাকা নেয়া হচ্ছে না। টাকা দিতে না পেরে অনেক শিক্ষার্থীরা বই পায়নি এমন প্রশ্নের জবাবে প্রধান শিক্ষিকা বলেন, যারা পড়াশুনায় একটু কাঁচা, তাদেরকে বই দেয়া হয়নি। টাকার জন্য নয়।

তাদের অবিভাবকদেরকে আসতে বলেছি। উপজেলা শিক্ষা অফিসার দুলাল কৃষ্ণ হালদার বলেন, সরকারি বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণের সময় অন্য কোন অযুহাতেও অর্থ আদায় বা দাবি করা যাবে না। ওই স্কুলের শিক্ষকদের বিরুদ্ধে অর্থ আদায় এবং দাবির অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।

(এএম/এএস/জানুয়ারি ০২, ২০১৫)

পাঠকের মতামত:

২৭ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test