E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

‘পেট কেটে লাশ নদীতে ফেলে দেই’

২০১৫ জানুয়ারি ০৩ ১৩:৩৬:২৬
‘পেট কেটে লাশ নদীতে ফেলে দেই’

মাদারীপুর প্রতিনিধি : মাদারীপুর সদর উপজেলার পশ্চিম রাস্তি গ্রামের বোরহান মাতুব্বর (২০) নামের এক যুবকের লাশ শনিবার সকাল সাড়ে ১০টার দিকে উদ্ধার করেছে মাদারীপুর সদর থানা-পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ৩১ ডিসেম্বর রাতে পশ্চিম রাস্তি এলাকার রবিউল মাতুব্বরের ছেলে বোরহান মাতুব্বরের ভাড়ায় চালিত মোটরসাইকেল ভাড়া নেয় সজীব ও মিঠুন নামে দুই যুবক। এর পর থেকে বোরহান নিখোঁজ হন।

শুক্রবার সাতক্ষীরায় মোটরসাইকেল বিক্রি করতে গেলে এলাকাবাসীর সন্দেহ হলে আটক করে সজীব ও মিঠুনকে। তারা খবর দেয় পুলিশে। মোটরসাইকেল চুরির অভিযোগে সজীব ও মিঠুনকে তালা থানার পুলিশ গ্রেফতার করে। পরে তাদের মাদারীপুর সদর থানা-পুলিশের কাছে হস্তান্তর করে। এরপর স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয় মাদারীপুর থানা-পুলিশের কাছে। ঘাতকদের দেওয়া তথ্য মোতাবেক মাদারীপুর সদর উপজেলা কালিকাপুর গ্রামের আড়িয়াল খাঁ নদ থেকে লাশ উদ্ধার করে পুলিশ।

পুলিশের জিজ্ঞাসাবাদে সজীব ও মিঠুন পুলিশকে বলেন, ‘আমরা বুধবার রাতে মোটরসাইকেল ভাড়া করে বোরহানকে কালিকাপুর স্কুলের কাছে নিয়ে যাই। সেখানে বসে ওকে শ্বাসরোধ করে হত্যা করি। পরে মৃত্যু নিশ্চিত করতে ছুরি দিয়ে বিভিন্ন স্থানে এলোপাতাড়ি কোপাই। এরপর পেট কেটে নদীতে ফেলে দেই লাশ।’

সজীব মাদারীপুর সদর উপজেলার পাঁচখোলা গ্রামের আউয়াল বেপারীর ছেলে ও মিঠুন একই এলাকার আবদুল আলী খানের ছেলে। এদিকে উত্তেজিত এলাকাবাসী ঘাতকদের বাড়িঘর আগুনে পুড়িয়ে দেয়।

মাদারীপুর সদর থানা ওসি এমদাদ হোসেন জানান, ঘাতকদের দেওয়া তথ্য মোতাবেক আজ নিহতবোরহানের লাশ উদ্ধার করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য মাদারীপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

(ওএস/এইচআর/জানুয়ারি ০৩, ২০১৫)

পাঠকের মতামত:

১৭ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test