E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

১০ পোশাক কারখানা খুলে দিতে ১০ দিনের আল্টিমেটাম

২০১৪ মে ০৬ ১৩:০৩:৫১
১০ পোশাক কারখানা খুলে দিতে ১০ দিনের আল্টিমেটাম

চট্টগ্রাম প্রতিনিধি : চট্টগ্রামে বন্ধ রাখা ১০ পোশাক কারখানা খুলে দিতে ১০ দিনের আল্টিমেটাম দিয়েছে গার্মেন্টস শ্রমিক সংগ্রাম পরিষদ।

সোমবার বিকেলে ৪টায় নগরীর ওয়াসা মোড়ে এ উপলক্ষে শ্রমিক সমাবেশের আয়োজন করা হয়।

শ্রমিক নেত্রী আফরোজা কালামের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন মহানগর আওয়ামী লীগের সভাপতি সাবেক মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরী।

বক্তব্যে তিনি বলেন, ‘কর্মপরিবেশের নামে ইতোমধ্যে ১০টি কারখানা বন্ধ করে দেওয়া হয়েছে। আগামী ১০ দিনের মধ্যে বন্ধ কারখানাগুলো খুলে না দিলে আন্দোলনের মাধ্যমে দাবি আদায় করা হবে। অতীতে বহু ষড়যন্ত্র আমরা জীবন দিয়ে প্রতিহত করেছি, এবারও করব।’

তিনি আরো বলেন, ‘পোশাক শিল্প নিয়ে গভীর ষড়যন্ত্র হচ্ছে। দেশি-বিদেশি চক্রান্তকারীরা দেশের বিভিন্ন স্থানে পোশাক কারখানা বন্ধ করে হাজার হাজার শ্রমিককে পথে বসাচ্ছেন। এ চক্রান্তকে ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করতে হবে।’

যুক্তরাষ্ট্রভিত্তিক বায়ারদের সংগঠন 'অ্যালায়েন্স' ও ইউরোপভিত্তিক সংগঠন 'অ্যাকর্ড' এর সমালোচনা করে এ নেতা বলেন, ‘স্বাধীনতা যুদ্ধে মার্কিনিরা আমাদের বিরোধিতা করেছিল, আজ তারা আমাদের জন্য মায়াকান্না দেখাতে এসেছে। ভিক্ষার ঝুলি নয়, শ্রম দিয়ে আমরা সারাবিশ্বে মাথা উঁচু করে দাঁড়িয়েছি।’

সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দিন, সহ-সভাপতি অ্যাডভোকেট ইব্রাহিম হোসেন বাবুল, চট্টগ্রাম নাগরিক কমিটির সদস্য সচিব মেজর (অব.) এমদাদুল ইসলাম, জাতীয় শ্রমিক লীগের যুগ্মসাধারণ সম্পাদক সফর আলী, শ্রমিক নেতা দিদারুল আলম, প্রমুখ।

(ওএস/জেএ/মে ০৬, ২০১৪)

পাঠকের মতামত:

১৯ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test