E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বালিয়াকান্দিতে জেলে পাড়ায় হামলা, আহত ৩

২০১৪ মে ০৬ ১৬:১০:২৮
বালিয়াকান্দিতে জেলে পাড়ায় হামলা, আহত ৩

রাজবাড়ী প্রতিনিধি : রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার সদর ইউনিয়নের ভীমনগর গ্রামের জেলে পাড়ায় সোমবার দিবাগত রাতে একদল দুর্বৃত্ত দুর্গা মন্দির ও সরস্বতী মূর্তি ভাংচুর করেছে। এসময় দুর্বৃত্তদের হামলায় সংখ্যালঘু পরিবারের তিনজন আহত হয়েছে। আহতরা হলেন নিতাই ঠাকুর, তার মা চিন্তা ঠাকুর এবং গৃহবধূ অর্চনা ঠাকুর। খবর পেয়ে বালিয়াকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুল হাসান, উপজেলা ভাইস চেয়ারম্যান হারুন অর রশিদ মানিক ও বালিয়াকান্দি থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

এলাকাবাসী জানায়, ভীমনগর সার্বজনীন দুর্গা মন্দিরটিতে প্রতি বছর দুর্গাপূজা ছাড়াও বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানাদি পালন করা হয়। অনেক আগে এখানে বারুনী মেলা অনুষ্ঠিত হতো। দূর দুরান্ত থেকে মানুষ আসতো মেলা দেখতে। মেলায় উশৃঙ্খল যুবকদের চাঁদাবাজি ও অত্যাচারের কারণে কয়েক বছর যাবৎ মেলা আর অনুষ্ঠিত হচ্ছে না।
সংখ্যালঘু পরিবারের অর্চনা ঠাকুর, চিন্তা ঠাকুর, নিতাই ঠাকুর, উর্মিলা ঠাকুর, গোলাপী ঠাকুরসহ অনেকে জানান, উশৃঙ্খল যুবকরা প্রতিনিয়তই তাদের রান্না ঘর থেকে খাবার, থালা বাসন নিয়ে যাওয়া, মহিলাদের উত্যক্ত করা, গাছের ফল নষ্ট করাসহ নানা ভাবে অত্যাচার করে আসছে। সোমবার রাত ৯টার দিকে পার্শ্ববর্তী পাইককান্দি গ্রামের তন্ময়, রনি, মনির, মতিন শেখসহ ১০/১২জন যুবক মন্দির সংলগ্ন গাছ থেকে লিচু পাড়ছিল। মাঝে মাঝে ওরা তাদের বসতঘর লক্ষ্য করে ঢিলও ছুড়ছিল। এসময় নিতাই ঠাকুর ঘর থেকে বের হলে তাকে বেদম মারধর করে ওরা। নিতাই ঠাকুরের আর্তচিৎকারে তার মা চিন্তা ঠাকুর ও প্রতিবেশি গৃহবধূ অর্চনা ঠাকুর এগিয়ে গেলে তাদেরকেও মারধর করা হয়। এসময় দুর্বৃত্তরা ভীমনগর সার্বজনীন দুর্গা মন্দির ও সরস্বতী মূর্তি ভাংচুর করে।
মন্দিরের সভাপতি সনজিৎ ঠাকুর জানান, এঘটনায় থানায় অভিযোগ করা হয়েছে।
বালিয়াকান্দি থানার ওসি ( তদন্ত) নুরুল ইসলাম জানান, এঘটনায় জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে।
ঘটনার সত্যতা স্বীকার করে বালিয়াকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুল হাসান বলেন, আইনশৃঙ্খলা রক্ষায় এলাকায় পুুলিশি টহল, গ্রাম পুলিশকে সার্বক্ষণিক অবস্থান করতে বলা হয়েছে। এছাড়া ইউপি সদস্য ও গন্যমান্য ব্যক্তিদের নিয়ে মতবিনিময় সভার আয়োজন করা হয়েছে। ঘটনার সাথে যারাই জড়িত থাকুক কাউকে ছাড় দেয়া হবেনা।
(এসসি/এএস/মে ০৬, ২০১৪)

পাঠকের মতামত:

২৫ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test