E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

সোনাইমুড়ীতে ত্রিমুখি সংঘর্ষ, আহত ১০, আটক ৩

২০১৫ জানুয়ারি ০৫ ১৬:০৭:৫৪
সোনাইমুড়ীতে ত্রিমুখি সংঘর্ষ, আহত ১০, আটক ৩

সোনাইমুড়ী (নোয়াখালী) প্রতিনিধি : নোয়াখালীর সোনাইমুড়ীতে প্রশাসনের জারী করা ১৪৪ ধারা ভঙ্গ করে বিএনপি আওয়ামী লীগ কর্মিরা পূর্বঘোষিত কর্মসূচি ও মিছিল করাকে কেন্দ্র করে পুলিশের সাথে সঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছে। পুলিশ সংঘর্ষ স্থল থেকে সাইফুল (২২) রাসেল (২৪) তিন বিএনপি কর্মিকে আটক করেছে।

সোমবার সকাল ১০টায় সোনাইমুড়ী বাইপাস এলাকায় বিএনপির নেতৃত্ত্বাধিন ২০ দলীয় জোটের কর্মিরা মিছিল বের করে এসময় আওয়ায়ামী লীগ কর্মিরা মেইন রোড থেকে পাল্টা মিছিল নিয়ে বাইপাসের দিকে এগিয়ে গেলে বিএনপি বিএনপি কর্মিরা ধাওয়া দিলে আওয়ামী লীগের মিছিলকারীরা সোনাইমুড়ী রবিন সিনামা হল কমপ্লেক্সের নিচে গিয়ে আত্মরক্ষা করেন। পুলিশ বিএনপি কর্মিদের লাঠিচার্জ করে ছত্র ভঙ্গ করে দেয়।

এসময় পুলিশ অন্তত ১০ রাউন্ড ফাকা গুলি বর্ষণ করে বলে বিএনপির পক্ষথেকে দাবী করা হয়। এছাড়া জেলা সুপার মার্কেটের সামনে স্বশস্ত্র যুবলীগ কর্মিরা অবস্থান নিলে বিএনপি একটি মিছিল বের করার চেষ্টা করলে যুবলীগ কর্মিরা ধাওয়া করে ছত্র ভঙ্গ করে দেয়। এসময় বাজারে উভয় দলের মধ্যে ব্যাপক উত্তেজনা বিরাজ করলে ঘটনা স্থলে বিজিবি মোতায়েন করা হয়। সোনাইমুড়ী উপজেলা বিএনপি সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আনোয়ারুল হক কামাল জানান, ৫ জানুয়ারি গণতন্ত্র হরনের প্রতিবাদে কালো পতাকা দিবস হিসেবে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ২০ দলীয় জোটের উদ্দ্যোগে সোনাইমুড়ী রেলগেইট চত্তরে এক সপ্তাহ আগ থেকে সভার আয়োজনের জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পুলিশের কাছে অনুমতি চাওয়া হয়েছিল। কিন্তু ক্ষমতাসীন ১৪ দলের পক্ষ থেকে আমাদের সভা পণ্ড করতে তারা হঠাৎ করে রবিবার বিকেলে মাইকিং করে সভার ঘোষণা দেয়।

এদিকে সোনাইমুড়ী পৌর আওয়ামীলীগ সিনিয়র সভাপতি ডা. জাহাঙ্গীর আলম জানায় ৫ জানুয়ারি সংবিধান ও গণতন্ত্রের বিজয় দিবস হিসেবে ১৪ দলের বিভিন্ন কর্মসূচি পালনের জন্য দলের সিদ্ধান্ত মোতাবেক সমাবেশ ডাকা হয়। সোনাইমুড়ী থানার ওসি আশরাফ উল ইসলাম (পি.পি.এম)জানায় দুদল একই স্থানে সভা ডাকায় আইন শৃস্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে উপজেলা প্রশাসনকে অবহিত করলে প্রশাসন এ সিদ্ধান্ত নেয়। বর্তমানে এলাকার পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ড. রহিমা খাতুন জানায় রবিবার বিকেলে দুই জোট একই স্থানে সমাবেশ ডাকায় সহিংসতা ও ব্যাপক নাশকতা এড়াতে সোমবার ভোর ছয়ট থেকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সোনাইমুড়ী ও তার প্বার্শবর্তী এলাকা সমূহে ১৪৪ ধারা বলবৎ থাকবে।

(এনএইচ/এএস/জানুয়ারি ০৫, ২০১৫)

পাঠকের মতামত:

১৮ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test