E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

নোয়াখালীর দূর্গমচরে এপেক্স ক্লাবের শীতবস্ত্র বিতরণ

২০১৫ জানুয়ারি ০৫ ১৯:১১:৪৩
নোয়াখালীর দূর্গমচরে এপেক্স ক্লাবের শীতবস্ত্র বিতরণ

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর উপকূলীয় অঞ্চল সূবর্ণচর উপজেলার দূর্গমচরে শীতবস্ত্র বিতরণ করেছে আন্তর্জাতিক সেবা সংগঠন এপেক্স ক্লাব অব নোয়াখালী ও এপেক্স ক্লাব অব মেঘনা (ইউ/সি)’র সদস্যরা। এপেক্স ক্লাব অব নোয়াখালী ও এপেক্স ক্লাব অব মেঘনা (ইউ/সি)’র যৌথউদ্যোগে মেঘনা নদী তীরবর্তী  নদীবিধৌত ০২ নং চরবাটা ইউনিয়নের দক্ষিণ চরমজিদ মোহাম্মাদীয়া ইসলামিয়া বহুমুখী মাদরাসা ও গ্লোববাজার হারুনুর রশিদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বিভিন্ন সুবিধা বঞ্চিত, হতদরিদ্র ও কম ভাগ্যবান প্রায় ১৮৫জনের মাঝে কম্বল ও শীতবস্ত্র বিতরণ করা হয়।

শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সুবর্ণচর উপজেলা নির্বাহী কর্মকর্তা খালেদ মেহেদী হাসান, জেলা-৮ এর গর্ভনর (ইলেক্ট) এপেক্সিয়ান নিজাম উদ্দিন পিন্টু, নোয়াখালী ক্লাবের সদ্য অতীত সভাপতি এপেক্সিয়ান সাইফুল্যাহ্ কামরুল,নোয়াখালী জেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সম্পাদক ও সাবেক কৃতী খেলোয়াড় ইকবাল হোসেন, এপেক্স বাংলাদেশের ন্যাশনাল অফিসিয়াল এপেক্সিয়ান মোনাব্বের হোসেন সেলিম, নোয়াখালী ক্লাবের সভাপতি এপেক্সিয়ান আবু সায়েদ, সিনিয়র সভাপতি এপেক্সিয়ান ইকবাল হোসেন কাজল, জুনিয়র সেক্রেটারি এপেক্সিয়ান মোস্তাফিজুর রহমান পলাশ, কোষাধ্যক্ষ অধ্যাপক এপেক্সিয়ান শাহীনুর রহমান, সাজের্ন্ট এট আমর্স এপেক্সিয়ান নাজিম উদ্দিন, ফ্লোরমেম্বার এপেক্সিয়ান মুজাহিদ ইসলাম সোহেল, এপেক্সিয়ান মাহবুবুর রহমান শাহীন; এপেক্স ক্লাব অব মেঘনা (ইউ/সি) সভাপতি এপেক্সিয়ান সিরাজ উদ্দিন শাহীন, জিনাত আরা সহ অনেক এপেক্সিয়ান উপস্থিত ছিলেন।

(জেএইচবি/পি/জানুয়ারি ০৫, ২০১৪)

পাঠকের মতামত:

২৩ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test