E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

রংপুরে মহাসড়ক অবরোধ, আটক ৫১

২০১৫ জানুয়ারি ০৬ ১৩:১৪:০৪
রংপুরে মহাসড়ক অবরোধ, আটক ৫১

রংপুর প্রতিনিধি : রংপুর নগরীর লালবাগ এলাকায় প্রধান সড়কে আগুন জ্বালিয়ে অবরোধ করে বিক্ষোভ করেছে ইসলামী ছাত্রশিবিরের নেতা-কর্মীরা। বিএনপিসহ ২০ দলীয় জোটের ডাকা অনির্দিষ্টকালের অবরোধের প্রথম দিন মঙ্গলবার সকালে এই ঘটনা ঘটে। এ সময় দুটি ককটেল বিস্ফোরণও ঘটানো হয়।

এ দিকে অবরোধের কারণে রংপুর থেকে ঢাকাগামী বাস চলাচল তৃতীয়দিনের মতো বন্ধ রয়েছে। এ ছাড়াও আন্তজেলাসহ দূরপাল্লার সকল যান চলাচল বন্ধ রয়েছে। তবে মহাসড়কে সীমিতভাবে ইজিবাইক সহ হাল্কা যান চলাচল করছে। সম্ভাব্য গোলযোগের আশঙ্কায় মহাসড়কসহ নগরীর সকল গুরুত্বপূর্ণ স্থানে বিপুল সংখ্যক পুলিশ ও র্যা ব মোতায়েন করা হয়েছে।

রংপুর জেলা পুলিশের উপ-পরিদর্শক শরিফুল ইসলাম জানায়, সোমবার রাত থেকে আজ সকাল পর্যন্ত পুলিশের বিশেষ অভিযানে রংপুরের ৮ উপজেলা থেকে ৫১ জনকে আটক করা হয়েছে।

আটককৃতদের মধ্যে অধিকাংশই মামলার এজহারভুক্ত আসামি। বাকিদের নাশকতার সন্দেহে আটক করা হয়।

(ওএস/এইচআর/জানুয়ারি ০৬, ২০১৫ )

পাঠকের মতামত:

৩০ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test