E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

কুমিল্লায় সড়ক দুঘর্টনায় ৪ নারীর মৃত্যু

২০১৫ জানুয়ারি ০৬ ১৬:২৪:৪৭
কুমিল্লায় সড়ক দুঘর্টনায় ৪ নারীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক,কুমিল্লা : কুমিল্লার বুড়িচংয়ে কথিত পীরের সাথে জিকির আসকার শেষে বাড়ি ফেরার পথে দরিয়ারপাড় এলাকায় ট্রাক চাপায় চার নারী মুরিদ নিহত এবং অপর তিন জন মুরিদ আহত হয়েছে। সোমবার দিবাগত রাত ১টায় উপজেলার দরিয়াপাড়া ঈদগাহ সামনে এ দুর্ঘটনা ঘটে। আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। নিহতদের তিন জন একই বাড়ির বাসিন্দা। তারা বুড়িচং উপজেলার রাজাপুর ইউনিয়নের বারেশ্বর পশ্চিমপাড়া গ্রামের মৃত আবছর উদ্দিনের পুত্র মো. হারুনুর রশিদের বাড়ীতে জিকিরের আসকার শেষে বাড়ি ফিরছিল।

নিহতরা হলেন- বুড়িচং সদরের পূর্ণমতি এলাকার মিজানুর রহমানের স্ত্রী সালমা আক্তার (৩০), মৃত নুরুল ইসলামের স্ত্রী রাশেদা বেগম (৫৫), মৃত সেকান্দার আলীর ভূঞার স্ত্রী জাহানারা বেগম (৬৫) এবং আবদুর রাজ্জাকের স্ত্রী মনোয়ারা বেগম (৪৫)।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, কুমিল্লার বুড়িচং উপজেলার ষোলনল ইউনিয়নের ভরাসার এলাকার কথিত পীর রফিক ভান্ডারীর ছেলে জুয়েল ভান্ডারী সোমবার সন্ধ্যায় উপজেলার রাজাপুর ইউনিয়নের বারেশ্বর পশ্চিমপাড়া গ্রামের মৃত আবছর উদ্দিনের পুত্র মোঃ হারুনুর রশিদের বাড়ীতে জিকির আসকারের আসর বসায়। ওই আসরে বিভিন্ন স্থান থেকে ঐ পীরের অনুসারীরা যোগ দিতে আসে। এমনইভাবে দেখা করতে এসেছিল বুড়িচং সদর ইউনিয়নের পূর্ণমতি (নোয়াপাড়া) গ্রামের বেশ ক’জন মহিলা অনুসারী। রাত সাড়ে ১১ টা পর্যন্ত হারুনুর রশিদের বাড়ীতে জিকির শেষে পীর জুয়েল রানা চলে যায়। পরে সেখানে তার অনুসারীরা খাওয়া দাওয়া শেষে বাড়ীর উদ্দেশে রওয়ানা দেয়। গভীর রাত হওয়ায় যানবাহন না থাকায় বুড়িচং সদর ইউনিয়নের পূর্ণমতি (নোয়াপাড়া) বেশ ক’জন অনুসারী পায়ে হেঁটে বাড়ীর দিকে আসতে থাকে। তারা রাত পৌনে ১টায় বাড়ী থেকে আধা কিলোমিটার দূরে কুমিল্লার-বুড়িচং-মীরপুর সড়কের বুড়িচং উপজেলার দরিয়ারপাড় এলাকায় পৌঁছালে ব্রাহ্মণপাড়া থেকে কুমিল্লাগামী একটি ট্রাক দ্রুত গতিতে এসে তাদের পিছন থেকে চাঁপা দিয়ে পালিয়ে যায়। এতে ৭ জন মহিলা ট্রাকের নিচে পড়ে যায়।

এসময় তাদের পিছনে থাকা স্থানীয় বাইতুল আমান জামে মসজিদের মোয়াজ্জেম হাফেজ মো. আবুল কাশেম ঘটনাটি দেখে চিৎকার করে স্থানীয় লোকজনদের ডাকা-ডাকি করতে থাকে। তার আত্মচিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে আহতদের উদ্ধার কারার চেষ্টা চালায়। এসময় ঘটনাস্থলে রাশেদা বেগম নামে এক মহিলার মৃত্যু হয়। স্থানীয়রা দ্রুত আহতের উদ্ধার করে প্রথমে বুড়িচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে পরে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা আরো ৩ জনকে মৃত ঘোষনা করে। আহত আরো ৩ জনের মধ্যে ১জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। বাকী দু’জন কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছে।

নিহত সালমা আক্তারের কোন ছেলে মেয়ে নাই, রাশেদা আক্তারের ৫ মেয়ে ১ ছেলে, জাহানারা বেগমের ৪ ছেলে ১ মেয়ে ও মনোয়ারা বেগমের ৩ ছেলে ১ মেয়ে রয়েছে।

একই এলাকায় ৪ জনের মৃত্যুর ঘটনায় শোকের ছায়া নেমে আসেছে। মৃত্যুর খবরে নিহতের আত্মিয় স্বজন ও বিভিন্ন এলাকা থেকে হাজারো মানুষ এক নজর দেখার জন্য ভিড় জমাচ্ছে। এদিকে নিহতের খবর শুনে সকালে বুড়িচং উপজেলা নির্বাহী কর্মকর্তা আনম নাজিম উদ্দীন, সদর ইউপি চেয়ারম্যান জাবেদ কাউসার সবুজ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ বিষয়ে বুড়িচং থানার এসআই ইমাম হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে জানান, ঘাতক ট্রাকটি আটকের চেষ্টা করা হচ্ছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় কেউ মামলা করতে আসেনি।

এদিকে নিহত চার জনের মধ্যে সালমা আক্তার, রাশেদা বেগম, ও জাহানারা বেগমকে পাশ্ববর্তী দরিয়ারপাড় ঈদগাহ সংলগ্ন কবরস্থানে কবর গুলিতে দাফন করা হয়েছে। আর মসজিদ সংলগ্ন পারিবারিক কবরস্থানে দাফন করা হয় নিহত জাহানারা বেগমের লাশ। নিহত ৪ জনের জানাজা একসাথে গতকাল দুপুর ২ টায় দরিয়ারপাড় ঈদগাহে অনুষ্ঠিত হয়। নিহতদের স্বজন ও এলাকাবাসী ঘাতক ট্রাক চালককে সনাক্ত করে গ্রেফতারের দাবীতে বিক্ষোভ করেছে।

(এইচকেজে/এএস/জানুয়ারি ০৬, ২০১৪)


পাঠকের মতামত:

২১ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test