E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

কিশোরগঞ্জে গাড়ী ভাংচুরের দায়ে গ্রেফতার ৪

২০১৫ জানুয়ারি ০৬ ১৯:০৩:২২
কিশোরগঞ্জে গাড়ী ভাংচুরের দায়ে গ্রেফতার ৪

কিশোরগঞ্জ প্রতিনিধি : কিশোরগঞ্জে ২০ দলীয় ঐক্যজোটের অবরোধের প্রথম দিনে গাড়ী ভাংচুর ও নাশকতার অভিযোগ পুলিশ ৪ পিকেটারকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হলো- চৌদ্দশত উত্তরপাড়া গ্রামের মৃত আ. ওয়াহিদের পুত্র মাশরুবিন (২০), আলতাব হোসেনের পুত্র শাহীন (১৮) ও বকুল মিয়া পুত্র আলমগীর (১৮)।

মঙ্গলবার ভোরে কিশোরগঞ্জ-ঢাকা মহাসড়কের বিন্নাটি ও চৌদ্দশত ইউনিয়নের মাঝখানে বেলতলা নামক স্থান থেকে পুলিশ তাদেরকে গ্রেফতার করে। পুলিশ জানায়, সকালে ঘটনাস্থলে টায়ার জ্বালিয়ে মহাসড়কে আতংক সৃষ্টি করে ৪টি মাইক্রোবাসকে ভাংচুর করে। খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার লিটন কুমার সাহা, কিশোরগঞ্জ মডেল থানার ওসি মীর মোশারফ হোসেন ও এ.এস.আই ফরহাদ ঘটনাস্থলে গিয়ে ৩ পিকেটারকে হাতেনাতে আটক করে থানায় নিয়ে আসে। পরে তাদেরকে তাৎক্ষণিক অপরাধ নিবারণের জন্য ফৌজদারী কার্যবিধির ১৫১ ধারায় (দ্রুত বিচার) মামলা করে কোর্টে প্রেরণ করে। অপরদিকে কিশোরগঞ্জ-হোসেনপুর সড়কের রামপুর এলাকায় বাস ও প্রাইভেটকার ভাংচুরের অভিযোগে পুলিশ সোমবার রাতে দাপুনিয়া গ্রামের সুমন নামের একজনকে আটক করেছে।

(পিকেএস/এএস/জানুয়ারি ০৬, ২০১৪)

পাঠকের মতামত:

০৩ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test