E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

মৌলভীবাজারে ২০ দলীয় জোটের নেতাকর্মীদের উপর পুলিশের মামলা

২০১৫ জানুয়ারি ০৬ ২০:০৩:১৩
মৌলভীবাজারে ২০ দলীয় জোটের নেতাকর্মীদের উপর পুলিশের মামলা

মৌলভীবাজার প্রতিনিধি : মৌলভীবাজারে সরকারি কাজে বাঁধা দানের অভিযোগ এনে বিএনপি, জামায়াত, খেলাফত মজলিশ সহ ২০ দলীয় ঐক্যজোটের ১৩০ জনের নাম উল্লেখ করে ২০০-২৫০ জনকে আসামী করে পুলিশ মামলা করেছে (মামলা নং ০৭) সোমবার দুপুর ১ টার দিকে শহরের কুসুমবাগ এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কের রাস্তা বন্ধ করে জোটের নেতা কর্মিরা গনতন্ত্র হত্যা দিবস পালনের লক্ষে শান্তি পূর্ণসমাবেশ করছিলেন এ সময় জেলা বিএনপি’র সভাপতি সাবেক সংসদ সদস্য, এম নাসের রহমান বক্তব্য রাখছিলেন,তার বক্তব্য চলাকালিন সময়ে বিপুল সংখ্যক পুলিশ প্রায় ৫০০ গজ দুরে অবস্থান করছিল।

এ সময় ধীরে ধীরে পুলিশ সমাবেশের দিকে আসতে থাকে, এক পর্যায়ে পুলিশ হটাৎ করে ব্যাপক লাঠিচার্জ করে নেতা কর্মিদের ছত্র ভঙ্গ করে দেয়। পরে পুলিশের সাথে ব্যাপক ধাওয়া পাল্টা ধাওয়া চলে, এ সময় জোটের নেত কর্মিরা পুলিশকে লক্ষ করে ইট পাটকেল নিক্ষেপ করলে জবাবে পুলিশও ১১ রাউন্ড শটগানের গুলি ছুড়ে এ ঘটনায় গত কাল রাতে পুলিশ বাদী হয়ে এ মামলা দায়ের করে। এদিকে গত সোমবার রাতে পুলিশ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ১৬ জনকে আটক করে। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায় গত ৫ জানুয়ারী ২০ দলীয় জোটের কেন্দ্রীয় কর্মসূচী মৌলভীবাজারে পালন করা হয়। কালোপতাকা মিছিল ও সমাবেশের শেষ পর্যায়ে কুসুমবাগ এলাকায় মিছিল পরবর্তি সমাবেশে পুলিশ লাটিচার্জ, ফাঁকা গুলি করে নেতাকর্মীদেরকে ছত্র ভঙ্গ করে দেয়। পুলিশ জানিয়েছে বিএনপি নেতাদের নেতৃত্বে পুলিশের উপর হামলা চালানো হয়। এই সময় পুলিশের তিনজন সদস্য আহত হন।

(এমএকে/পি/জানুয়ারি ০৬, ২০১৪)

পাঠকের মতামত:

২৬ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test