E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

জনসাধারনের ভোগান্তি চরমে টাঙ্গাইলে পাসপোর্ট অফিসে তালা

২০১৫ জানুয়ারি ০৬ ২০:২৩:১১
জনসাধারনের ভোগান্তি চরমে টাঙ্গাইলে পাসপোর্ট অফিসে তালা

টাঙ্গাইল প্রতিনিধি : টাংগাইলের আঞ্চলিক পাসপোর্ট অফিসে কোন প্রকার নোটিশ বা প্রজ্ঞাপন জারি ছাড়াই ঝুলছে তালা। ৬ জানুয়ারি মঙ্গলবার পার্সপোট অফিসের সামনে শত মানুষের উপচে পড়া ভীড় দেখা যায়।

এ ব্যাপারে পাসপোর্ট অফিসের কমকর্তাদের সাথে যোগাযোগ করলে তারা বলেন, সার্ভারের ত্রুটিজনিত কারণে অফিসের কাজে বিঘœ ঘটছে। নিরাপত্তারক্ষী জানান সার্ভারের সমস্যা হয়েছে মালয়েশিয়া থেকে টেকনিশিয়ান এসেছে দেশব্যাপি অবরোধের কারণে তিনি ঢাকা থেকে টাঙ্গাইল আসতে পারছেন না। আমির হোসেন নামের এক কমকর্তা জানান কবে নাগাদ মেশিন ঠিক হবে তার কোন নির্দিষ্ট দিনক্ষণ বলতে পারব না। এদিকে টাঙ্গাইলের বিভিন্ন উপজেলা থেকে আগত পাসপোর্টের আবেদনকারীরা বিপাকে পড়েছে। টাঙ্গাইলের মধুপুর হতে আগত এক আবেদনকারীর সাথে কথা বললে তিনি বলেন আমি মধুপুর থেকে এসেছি আমাকে কবে নাগাদ সার্ভার মেশিন ঠিক হবে তারা নিদিষ্ট করে বলতে পারছে না। প্রকৃতপক্ষে দালালের মাধ্যমে না আসলে এই রকম ভোগান্তির শিকার হতে হয়। তাদের মধ্য থেকে অনেকেই বলেন, আমরা গতকাল এসেছিলাম আমাদের বলে দেয়া হলো না কেন? প্রতিনিয়তই পাসর্পোট অফিসের কমকর্তাদের এ রকম খেয়ালীপনার শিকার হচ্ছে সাধারন মানুষ।

(আরকেপি/পি/জানুয়ারি ০৬, ২০১৪)

পাঠকের মতামত:

১০ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test