E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে ছাত্রদল-ছাত্রশিবিরের ককটেল হামলা

২০১৫ জানুয়ারি ০৬ ২০:৪৯:৪১
ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে ছাত্রদল-ছাত্রশিবিরের ককটেল হামলা

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর সেনবাগে ছাত্রলীগের ৬৭তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে ছাত্রদল ও ছাত্রশিবিরের ককটেল হামলা ও গুলিবর্ষণের ঘটনায় সেনবাগ থানার ওসি তদন্ত ও চার পুলিশসহ অন্তত ২০জন আহত হয়েছে। মঙ্গলবার বিকাল ৫টার দিকে উপজেলার সেবারহাট শেরে বাংলা উচ্চ বিদ্যালয় মাঠে এই হামলার ঘটনা ঘটে। এসময় পুলিশও পাল্টা গুলিবর্ষন করে।

হামলায় আহতদের দ্রুত উদ্ধার করে স্থানীয় ক্লিনিক, সেনবাগ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ফেনীতে প্রেরণ করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রের অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। তবে; সন্ধ্যা ৬টা পর্যন্ত হামলাকারীদের কাউকে আটক করতে পারেনি পুলিশ। গুরুতর আহতদের মধ্যে রয়েছেন- সেনবাগ থানার পরিদর্শক (তদন্ত) জাকির হোসেন, উপ-পরিদর্শক (এস আই) নোমান, সহকারি উপ-পরিদর্শক (এ এসআই) এ বি হিমেল ও সদস্য খোকন। এছাড়া জেলা ছাত্রলীগের সদস্য সাহেদুল ইসলাম সোহেল (২৮) ও বীজবাগ ইউনিয়ন ছাত্রলীগ নেতা সাফিন (২৭) গুলিবিদ্ধ হয়, কুপিয়ে জখম করা হয় তিন পুকুরিয়া বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক এরশাদ উল্যা লেলিন (৩৮)কে।

এছাড়া ককটেল ও ধারালো অস্ত্রের আঘাতে আরো অন্তত ১৩জন আহত হয়। সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিনুল ইসলাম হামলা, পুলিশের ওপর গুলিবর্ষণ, পুলিশের পাল্টা গুলিবর্ষন ও পুলিশসহ ছাত্রলীগ নেতাকর্মী আহত হওয়ার বিষয়টি নিশ্চিত করে জানান- হামলাকারীদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। আহত পুলিশদের চিকিৎসা দেওয়া হচ্ছে।

(জেএইচবি/পি/জানুয়ারি ০৬, ২০১৪)

পাঠকের মতামত:

২৬ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test