E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

সুন্দরবনের শ্যালা নৌরুটে ফের জাহাজ চলাচল শুরু

২০১৫ জানুয়ারি ০৭ ১৬:১১:৪২
সুন্দরবনের শ্যালা নৌরুটে ফের জাহাজ চলাচল শুরু

বাগেরহাট প্রতিনিধি : সুন্দরবনের শ্যালা নদীতে ফার্নেস অয়েল ভর্তি ট্যাংকার ওটি সাউদার্ন স্টার-৭ ট্রাজেডির ২৮ দিন পর বুধবার সকাল থেকে নৌযান চলাচল শুরু করেছে। তবে সব ধরনের অয়েল ট্যাংকার চলাচলে নিষেধাজ্ঞা অব্যাহত রয়েছে।

বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার এডমিরাল রিয়াজ উদ্দিন আহমেদ জানান, দুর্ঘটনায় তেল দূষণে সাময়িকভাবে বন্ধ করে দেওয়া সুন্দরবনের শ্যালা নদীর নৌ পথে ফের নৌযান চলাচলের অনুমতি দিয়েছেন সরকার। মঙ্গলবার নৌপরিবহণ মন্ত্রণালয়ের সভাকক্ষে এক আন্তঃমন্ত্রণালয়ের বৈঠকে এ সিদ্ধান্ত দেয়া হয়। বুধবার সকালে এই নৌ রুটের দু’পাশে আটকে পড়া প্রায় চারশত নৌযান চলাচল শুরু করেছে। এক-দু’দিনের মধ্যে আটকে পড়া নৌযান স্ব-স্ব গন্তব্যে পৌছাবে। সুন্দরবন এলাকায় শ্যালা নদী দিয়ে সর্তক ভাবে জাহাজ চলাচলের ক্ষেত্রে ট্রাফিক ব্যবস্থাপনার জন্য কোস্ট গার্ড দায়িত্ব পালন করবে। তবে এরুট থেকে কোন ধরনের অয়েল ট্যাংকার শ্যালা নদী থেকে চলাচল করতে পারবে না বলে তিনি জানান।

বাংলাদেশ নৌযান ফেডারেশনের মুখপাত্র আবুল কাশেম মাষ্টার বলেন, ৬ জানুয়ারি সংবাদ সম্মেলন করে সরকারকে ২৪ ঘন্টার আল্টিমেটাম দেবার পর শেলা নৌরুট যান চলাচলের জন্য সরকার নির্দেশ দেন। এরুটটি বন্ধ থাকায় প্রায় ৮শত নৌযান আটকে ছিল বলে তিনি দাবি করেন।

বুধবার ও বৃহস্পতিবারের মধ্যে সকল আটকে পড়া নৌযান গন্তব্য বেরিয়ে যেতে কোন ধরনের সমস্যা হবে না । আর আটকে পড়া নৌযানে সার, গম, সিমেন্ট কারখানার কাচাঁমাল, লবন আটকে ছিল বলে তিনি দাবি করেছেন।

এদিকে নৌযান শ্রমিক ফেডারেশনের মংলা শাখার সভাপতি আনোয়ার চৌধূরী বলেন, নৌযান চলাচল করার জন্য অনুমতি দেয়ায় সরকারকে ধন্যবাদ জানান। বুধবার সকাল থেকে সর্তক ভাবে সুন্দরবনে শ্যালা রুট দিয়ে ঝালকাঠি, পিরোজপুর, মোড়েলগঞ্জ, বলেশ্বর ও শরনখোলা এলাকায় আটকে থাকা মালবাহী কার্গো ও লাইটারের জাহাজ মংলা বন্দর অভিমুখে রওয়ানা দিয়েছে।

(একে/এএস/জানুয়ারি ০৭, ২০১৫)

পাঠকের মতামত:

১৩ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test