E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

নওগাঁয় অপহৃত যুবক দিনাজপুর থেকে উদ্ধার, গ্রেফতার ৭

২০১৫ জানুয়ারি ০৭ ১৮:৫৬:২২
নওগাঁয় অপহৃত যুবক দিনাজপুর থেকে উদ্ধার, গ্রেফতার ৭

নওগাঁ প্রতিনিধি : নওগাঁর সীমান্তবর্তী  ধামইরহাট উপজেলায় মুক্তিপণের দাবিতে মোটরসাইকেলসহ যুবক অপহরণের ৪ দিনের মাথায় অপহৃত যুবককে উদ্ধার করেছে পুলিশ। সেই সঙ্গে ৪ অপহরনকারীসহ মোট ৭ জনকে আটক করা হয়েছে। লুন্ঠিত মোটরসাইকেলটিও উদ্ধার করা হয়েছে। বুধবার সন্ধ্যায় তাদের ধামইরহাট থানায় আনা হয়।

জানা গেছে, গত ৩ জানুয়ারি উপজেলার ছোটশিবপুর গ্রামের আমেজ উদ্দিনের ছেলে আ. ছাত্তার (২৪) জগদ্দল আদিবাসী স্কুল ও কলেজ মাঠে ফুটবল খেলা দেখতে যায়। খেলা শেষে বাড়ি ফেরার পথে পাকা রাস্তায় অপহরণকারী জগদ্দল গ্রামের আতোয়ারের ছেলে মহিবুল্লাহ (২৭), একই গ্রামের তনছের আলী ছেলে টগর (৩২), ইলিয়াস আলীর ছেলে ডাবলু (২৫) ভিকটিম ছাত্তারকে তার ব্যবহৃত ডিসকোভার-১২৫ সিসি মোটরসাইকেলসহ অপহরণ করে অজ্ঞাত স্থানে নিয়ে আটক রাখে। তারা ৪ জানুয়ারি ভিকটিমের মোবাইল ফোন থেকে পরিবারের লোকজনের কাছে ১১ লাখ টাকা মুক্তিপণ দাবী করে। এই টাকা না দিলে ছাত্তারকে হত্যার হুমকি দেয়।

পরিবারের লোকজন আতঙ্কিত হয়ে পড়ে। তারা প্রথমে জয়পুরহাট র‌্যাব ক্যাম্পে অভিযোগ করেন। পরে শনিবার ছাত্তারের বাবা আমেজ উদ্দিন ধামইরহাট থানায় মামলা দায়ের করেন। থানার অফিসার ইনচার্জ মীর্জা আব্দুস সালাম ফোর্সসহ দ্রুত অভিযান চালিয়ে ২৪ ঘন্টার ব্যবধানে দিনাজপুর জেলার বিরামপুর থানার পাকনচড়া গ্রাম থেকে জনৈক আতাউর রহমান শান্ত ওরফে বিপ্লবের বাড়ি থেকে অপহৃত ছাত্তারকে মোটরসাইকেলসহ উদ্ধার করেন। ওসি মীর্জা আব্দুস সালাম জানান, মামলার প্রেক্ষিতে এজাহার নামীয় ৪ আসামীসহ আরও অজ্ঞাত ৩ জনকে জড়িত সন্দেহে গ্রেফতার করা হয়েছে।

উল্লেখ্য, অপহরণকারীদের আশ্রয়দাতা আতাউর রহমান শান্ত ওরফে বিপ্লব নওগাঁর মহাদেবপুর উপজেলার চেরাগপুর গ্রামের আ. মজিদের ছেলে এবং তার বিরুদ্ধে মহাদেবপুর থানায় একাধিক অপহরণ মামলা রয়েছে বলে পুলিশ জানায়।

(বিএম/এএস/জানুয়ারি ০৭, ২০১৫)

পাঠকের মতামত:

১১ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test