E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

গাজীপুরের ৪ কারখানাকে ১৬ লাখ টাকা জরিমানা

২০১৫ জানুয়ারি ০৭ ২১:০৪:০৮
গাজীপুরের ৪ কারখানাকে ১৬ লাখ টাকা জরিমানা

গাজীপুর প্রতিনিধি : পরিবেশ দূষণের অভিযোগে গাজীপুরের টঙ্গীর বিসিক শিল্প নগরীর ৪ কারখানাকে ১৬ লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর। বুধবার পরিবেশ অধিদপ্তরের পরিচালক (মনিটরিং এন্ড এনফোর্সমেন্ট) মোঃ আলমগীর কারখানা সমুহের মালিকদের ঢাকায় তলব করে শুনানী শেষে ওই জরিমানা করেন।

পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ হাফিজুর রহমান জানান, পরিবেশগত ছাড়পত্র গ্রহণ এবং ইটিপি নির্মাণ ব্যতিত কারখানা পরিচালনা করে পরিবেশ, প্রতিবেশ ও জলজ জীববৈচিত্র্যের ক্ষতিসাধনের অপরাধে টঙ্গী বিসিক শিল্প নগরীর পারমিতা ফ্যাশন্সকে ৫ লাখ, মদিনা ওয়াশিং এন্ড ডাইং লিমিটেডকে ৫ লাখ, হলমার্ক ফার্মাসিউটিক্যালসকে ৩ লাখ এবং গ্রীণল্যান্ড ফার্মাসিউটিক্যালসকে ৩ লাখসহ মোট ১৬ লাখ টাকা জরিমানা করা হয়।

(এসএএস/অ/জানুয়ারি ০৭, ২০১৫)

পাঠকের মতামত:

১১ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test