E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বরিশালে বিএনপির মিছিল পণ্ড

২০১৫ জানুয়ারি ০৮ ১১:৫১:৩৩
বরিশালে বিএনপির মিছিল পণ্ড

বরিশাল প্রতিনিধি : অবরোধের তৃতীয় দিন বৃহস্পতিবার সকালে বরিশালে বিএনপি নগরীতে একটি মিছিল বের করলে পুলিশ তা ছত্রভঙ্গ করে দেয়। পালিয়ে যান বিএনপির নেতাকর্মীরা। অপরদিকে শিবিরের ডাকা আধাবেলা হরতালের সমর্থনে নগরীতে একটি টেম্পো ভাঙচুর হয়েছে। তবে বেলা বাড়ার পর পিকেটারদের দেখা মেলেনি পুলিশের কঠোর অবস্থানের কারণে। অভ্যন্তরীণ রুটে বাস ও লঞ্চ চলাচল স্বাভাবিক রয়েছে। সকাল থেকেই দূরপাল্লার বাস চলাচলের সিদ্ধান্ত নিয়েছে বাসমালিক সমিতি। নিরাপত্তায় বাড়তি পুলিশ মোতায়েন আছে।

সকাল ৭টায় বাকলার মোড়ে নগর কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক ও নগর বিএনপির সভাপতি মজিবর রহমান সরোয়ারের নেতৃত্বে অবরোধের সমর্থনে একটি মিছিল বের হয়। কিছুদূর গেলেই পুলিশের বাধায় মিছিলটি ছত্রভঙ্গ হয়ে যায়। এ সময় একজনকে আটক করে পুলিশ। তবে তার নাম-পরিচয় জানানো হয়নি।

অপরদিকে শিবিরের নেতাকর্মীদের গ্রেফতারের প্রতিবাদে ডাকা আধাবেলা হরতালের সমর্থনে কোথাও কোনো মিছিল বা পিকেটিং হয়নি। কেবল সকাল সাড়ে ৬টায় বিভাগীয় গ্রন্থাগারের সামনে একটি মাহিন্দ্রা টেম্পো ভাঙচুর করা হয়। তবে বেলা বাড়ার পর আর কোথায়ও অবরোধ বা পিকেটিংয়ের খবর পাওয়া যায়নি।

বাসমালিক সমিতির সভাপতি আফতাব হোসেন জানান, বুধবার রাতে তারা বরিশাল থেকে দূরপাল্লার বিভিন্ন রুটে বাস ছেড়েছেন। বৃহস্পতিবার সকালেও পরিবহন নামিয়েছেন, যাত্রী হলেই ছেড়ে যাবে। অপরদিকে রূপাতলী থেকে দক্ষিণাঞ্চলের সব রুটেই সকাল থেকে গাড়ি চলছে। একইভাবে অভ্যন্তরীণ রুটে লঞ্চ সকাল থেকেই যথারীতি চলাচল করছে। নগরীতে গণপরিবহন চলাচল করছে। ব্যাংক, বীমা ও অন্যান্য অফিস-আদালত, স্কুল-কলেজের কার্যক্রম স্বাভাবিক রয়েছে। দোকানপাট খুলেছে।

নগর গোয়েন্দা পুলিশের সহকারী কমিশনার মো. আজাদ রহমান জানান, অবরোধ কর্মসূচি থাকায় নগরীতে বাড়তি পুলিশ মোতায়েন রয়েছে।

(ওএস/এইচআর/জানুয়ারি ০৮, ২০১৫ )

পাঠকের মতামত:

১২ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test