E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বাগেরহাটে ৪০০ নেতাকর্মীর নামে পুলিশের মামলা

২০১৫ জানুয়ারি ০৮ ১৪:০৭:০৭
বাগেরহাটে ৪০০ নেতাকর্মীর নামে পুলিশের মামলা

বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাটে পুলিশের উপর হামলার অভিযোগে জেলা বিএনপির সভাপতি এমএ সালাম ও সাধারণ সম্পাদক আলী রেজা বাবুসহ ৪০০ জন নেতাকর্মীর নামে পুলিশ বাদী হয়ে মামলা দায়ের করেছে। বুধবার দিবাগত রাতে বাগেরহাট মডেল থানার এস আই মহিন উদ্দিন বাদী হয়ে এই মামলা দায়ের করেন।

মামলায় উল্লেখযোগ্য আসামীদের মধ্যে রয়েছে, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক খাদেম নেয়ামুল নাসির আলাপ, যুগ্ম সম্পাদক মাহবুবুর রহমান টুটুল, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোজাফফর আলম, যুবদলের সভাপতি মেহেবুবুল হক কিশোর, ছাত্রদলের সাধারণ সম্পাদক তানু ভূঁইয়াসহ ৩১ জন নেতাকর্মীর নাম মামলার এহাজারে উল্লেখ করা হয়েছে।

বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আজম খান জানান, মঙ্গলবার সকালে বাগেরহাট সদর উপজেলার রনজিয়পুর ব্র্যাক অফিসের সামনে খুলনা-বাগেরহাট মহাসড়কে রাস্তার উপর গাছের গুড়ি ফেলে প্রতিবন্ধকতা সৃষ্টি করে। এসময় পুলিশ তাদেরকে সরিয়ে দিতে গেলে তারা পুলিশের উপর হামলা করে ও যানবাহন ভাংচুর করে। এসময় তাদের হামলায় মামলার বাদী এস আই মহিন উদ্দিন ও দুই পুলিশ সদস্য পরিমল ও বাদশা মিয়া আহত হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ১০ রাউন্ড গুলি ছোড়ে বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।

বাগেরহাট জেলা বিএনপির সভাপতি এম এ সালাম মুঠোফোনে এ প্রতিবেদককে বলেন,‘বাগেরহাটে জেলা বিএনপিসহ ২০ দলীয় জোটের আন্দোলন দমনে পুলিশ পরিকল্পিত ভাবে আমাকেসহ ৪শ নেতাকর্মীদের নামে একটি কাল্পনিক মামলা করেছে। মামলায় যে ঘটনা উল্লেখ করা হয়েছে তা সঠিক নয় বলে তিনি দাবি করেন’।

(একে/পিবি/এএস/জানুয়ারি ০৮,২০১৫)

পাঠকের মতামত:

১১ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test