E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শ্যালা নদী দিয়ে বেআইনিভাবে চলছে পণ্য বোঝাই কার্গো জাহাজ

২০১৫ জানুয়ারি ০৮ ১৭:০১:০৯
শ্যালা নদী দিয়ে বেআইনিভাবে চলছে পণ্য বোঝাই কার্গো জাহাজ

মংলা (বাগেরহাট) প্রতিনিধি : সুন্দরবনের শ্যালা নদী দিয়ে বেআইনিভাবে চলাচলের অভিযোগে একটি পণ্য বোঝাই কার্গো জাহাজ আটক করেছে বনবিভাগ। পূর্ব সুন্দরবনের চাদপাই রেঞ্জের সহকারী বন সংরক্ষক মো: বেলায়েত হোসেন জানান, সরকার শর্ত সাপেক্ষে শ্যালা নদী দিয়ে নৌযান চলাচলের অনুমতি দিয়েছে। শর্তগুলো হলো দিনের বেলায় শুধু শ্যালা নদী দিয়ে নৌযান চলাচল করবে, রাতে শ্যালা নদী দিয়ে নৌযান চলবে না এবং নোঙ্গর করেও থাকতে পারবে না। এবং বেশি কুয়াশাতে এ নদী দিয়ে নৌযান চলাচল করতে পারবে না। এছাড়া তেলবাহী কোন জাহাজ শ্যালা দিয়ে যাতায়াত করতে পারবে না।

কিন্তু রাতে শ্যালা নদী দিয়ে চলাচল করা যাবে না সরকারের এ শর্ত না মেনে বুধবার রাতে এম,ভি শ্যামলী-১ নামের একটি কার্গো জাহাজ শ্যালা নদীতে প্রবেশ করে। জাহাজটি শ্যালা নদীর জয়মনি এলাকায় পৌছালে জাহাজের গতিরোধের জন্য সংকেত দেখা হলে জাহাজটি দ্রুত চালাতে শুরু করে। ওই জাহাজটিকে ধাওয়া করে বনের মৃগামারী এলাকা থেকে আটক করা হয়। আটক জাহাজে ৭ জন কর্মচারী ছিল। জাহাজটি মংলা বন্দর থেকে সিমেন্টর কাচামাল (ফ্লাইঅ্যাশ) বোঝাই করে ঢাকার নারায়ণগঞ্জের উদ্দেশে যাচ্ছিল। জাহাজের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বৃহস্পতিবার সকালে কোস্ট গার্ডের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও জানায় বনবিভাগ।

(জেএইচ/এএস/জানুয়ারি ০৮, ২০১৫)

পাঠকের মতামত:

১১ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test