E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

নওগাঁয় ঐতিহ্যবাহী ঘোড়াদৌড় প্রতিযোগিতায় হাজারো মানুষের ঢল

২০১৫ জানুয়ারি ০৮ ১৭:৩২:৩৪
নওগাঁয় ঐতিহ্যবাহী ঘোড়াদৌড় প্রতিযোগিতায় হাজারো মানুষের ঢল

নওগাঁ প্রতিনিধি : বুধবার বিকেলে নওগাঁর মহাদেবপুর উপজেলার ভীমপুর ইউনিয়নের শিকারপুর হিন্দুবাঘা মাঠে বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ঘোড়দৌড় (ঘোড়ার দৌড়) প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়েছে। শিকারপুর গ্রামের সাদেক আলী নামে এক ব্যক্তির উদ্যোগে ও গ্রামবাসীর সহযোগীতায় অনুষ্ঠিত এ প্রতিযোগীতাকে কেন্দ্র করে শিকারপুরসহ আশপাশের গ্রামগুলোতে বিরাজ করে সাজসাজ রব।

এ উৎসবকে ঘিরে গ্রামের প্রতিটি বাড়িতে বিপুল সংখ্যক আত্মীয়-স্বজনের আগমন ঘটে। বিকেলে অনুষ্ঠিত এ প্রতিযোগীতা দেখার জন্য সকাল থেকেই সেখানে হাজারো নারী-পুরুষ ও শিশু- কিশোর সমবেত হয়। মুহুর্তেই যেন মাটটি পরিনত হয় এক মিলন মেলায়। প্রতিযোগীতায় নওগাঁ জেলার মহাদেবপুর, ধামইরহাট, মান্দাসহ জেলার সৌখিন ঘোড়া মালিকরা তাদের ঘোড়া নিয়ে অংশগ্রহণ করেন। এ প্রতিযোগীতায় ২০ ঘোড়ার মালিক তাদের ঘোড়া নিয়ে দৌড়ে অংশ নেন। প্রতিযোগিতা শেষে ওইদিন রাত ৮টার দিকে বিজয়ীদের মাঝে উপস্থিত থেকে পুরস্কার বিতরন করেন, ভীমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাম প্রসাদ ভদ্র। এসময় ঘৌড়াদৌড় প্রতিযোগীতার উদ্যোক্তা সাদেক আলী, নওহাটা পুলিশ ফাঁড়ি ইনচার্জ এস আই আব্দুল হাকিমসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। গ্রাম-বাংলার প্রাচীন এই ঐতিহ্যকে ধরে রাখতে প্রতিবছর এখানে ঘোড়দৌড় প্রতিযোগীতার আয়োজন করা হয় বলে আয়োজক সাদেক আলী জানান। অপরদিকে গত ২৮ ডিসেম্বর মহাদেবপুর উপজেলার শিবরামপুরের হলাকুড়ি মাঠে অনুরূপভাবে বিপুল উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে ঐতিহ্যবাহী ঘোড়দৌড় (ঘোড়ার দৌড়) প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়। শিবরামপুর গ্রামবাসী ওই অনুষ্ঠানের আয়োজন করে।

(বিএম/পি/জানুয়ারি ০৮, ২০১৪)

পাঠকের মতামত:

১১ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test