E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

সাতক্ষীরায় শুরু হচ্ছে তিন দিনব্যাপি পৌষ মেলা

২০১৫ জানুয়ারি ০৮ ১৮:০২:৩৯
সাতক্ষীরায় শুরু হচ্ছে তিন দিনব্যাপি পৌষ মেলা

সাতক্ষীরা প্রতিনিধি : ‘বার মাসে তের পার্বন’ বাংলা সংস্কৃতির এ কথাটি আবহমান কাল ধরে বয়ে আসছে। মেলা বাংলা সংস্কৃতির ধারক ও বাহক। এ সংস্কৃতিকে নষ্ট করতে একটি মৌলবাদি গোষ্ঠী গুড়পুকুরের মেলাসহ বিভিন্ন স্থানে বোমা হামলাসহ বিভিন্ন ষড়যন্ত্র করেছে। বর্তমানেও এ চেষ্টা অব্যহত রয়েছে। আর এ সংস্কৃতিকে ধরে রাখার জন্য সাতক্ষীরা সদরের ঝাউডাঙা পৌষ সংক্রান্তি উৎসব উদযাপন কমিটি প্রতিবারের ন্যয় এবারো আগামি ১৫ জানুয়ারি থেকে তিন দিনব্যাপি পৌষ মেলার আয়োজন করেছে।

এ উপলক্ষে ১৫ জানুয়ারি সকাল ১০টায় ঝাউডাঙা বাজারে র‌্যালী ও দুপুর ১২টায় কালীপূজাঅনুষ্ঠিত হবে। ঝাউডাঙা মহাশ্মশান মন্দির প্রাঙ্গনে তিন দিনব্যাপি অনুষ্ঠানের প্রথম দিন ১৫ জানুয়ারি বিকেল তিনটায় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। বিকেল ৫টায় আলোচনা সভায় সভাপতিত্ব করবনে স্থানীয় ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম। মেলা উদ্বোধন করবেন সাতক্ষীরা জেলা প্রশাসক মোঃ নাজমুল আহসান। উপস্থিত থাকবেন সাতক্ষীরা পুলিশ সুপার চৌধুরী মঞ্জুরুল কবীরসহ সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ। রাতে সামাজিক যাত্রা পালা অভিশপ্ত ফুলশয্যা মঞ্চস্ত করা হবে।


পরদিন শুক্রবার সকাল ১১টায় পদাবলী কীর্তন, দুপুর একটায় আনন্দবাজার ও বিকেল ৫টায় আলোচনা সভা অনুষ্ঠিত হবে। সভায় সভাপতিত্ব করবেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদের সাতক্ষীরা জেলা শাখার সভাপতি মণ্ডলীরর সদস্য গোষ্ট বিহারী মণ্ডল। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সাংসদ মীর মোস্তাক আহম্মেদ রবি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জেলা পূজা উদযাপন পরিষদের সহ-সভাপতি মঙ্গল কুমার পাল,জেলা হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদের সাধারন সম্পাদক স্বপন কুমার শীল, জেলা পূজা উদযাপন পরিষদের সাধারন সম্পাদক অ্যাড. অনিত কুমার মুখার্জী, ঘখঠ সদর উপজেলা শাখার সাধারন সম্পাদক নিত্যানন্দ আমীন, জেলা জাতীয় পার্টির সহসভাপতি আব্দুল মজিদ প্রমুখ। রাতে সামজিক যাত্রাপালা ডাইনি বধু অনুষ্ঠিত হবে।

মেলার শেষ দিন শনিবার বিকেল তিনটায় সাংস্কৃতিক অনুষ্ঠান দিয়ে মেলার কার্যক্রম শুরু হবে। বিকেল ৫টায় আলোচনা সভায় সভাপতিত্ব করবেন কলারোয়া সরকারি কলেজের উপাধ্যক্ষ স্বরজিৎ কুমার বিশ্বাস । প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জেলা পরিষদ প্রশাসক মুনসুর আহম্মদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক নজরুল ইসলাম, সদর উপজেলা আওয়ামী লেিগর সভাপতি এসএম শওকত হোসেন, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আসাদুজ্জামান বাবু, উপজেলা ভাইস চেয়ারম্যান এম গোলাম মোর্শেদ, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক এম শাজাহান আলী, ঝাউডাঙা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রমজান আলী বিশ্বাস প্রমুখ। রাতে কপিলেশ্বরী নাট্য সংস্থার পরিবেশনায় ধর্মীয় যাত্রপালা শ্রীকৃষ্ণ চেতৈন্য অনুষ্ঠিত হবে।

ঝাউডাঙা পৌষ সংক্রান্তি উৎসব উদযাপন কমিটির আহবায়ক অমরেন্দ্র নাথ ঘোষ জানান, মেলা উপলক্ষে সকল ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। শান্তিপূর্ণ মেলা পরিচালনার সুবিধার্থে জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন সর্বপ্রকার সহযোগিতা করবে।

(আরকে/পি/জানুয়ারি ০৮, ২০১৪)

পাঠকের মতামত:

১০ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test