E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

‘২০২১ সালের মধ্যে দেশের দারিদ্রসীমা ১০ ভাগে নামিয়ে আনা হবে’

২০১৫ জানুয়ারি ০৮ ১৮:০৯:১২
‘২০২১ সালের মধ্যে দেশের দারিদ্রসীমা ১০ ভাগে নামিয়ে আনা হবে’

বাউফল(পটুয়াখালী) প্রতিনিধি : ‘২০২১ সালের মধ্যে দেশের দারিদ্রসীমা ১০ ভাগে নামিয়ে আনা হবে। আওয়ামী লীগ সরকার দেশের দারিদ্রতা নিরসনে কাজ করে যাচ্ছে। শেখ হাসিনার আমলে দেশের কোন মানুষ কষ্ট পাবে না।’

বৃহষ্পতিবার দুপুরে পটুয়াখালীর বাউফল উপজেলা পরিষদ মিলনায়তনে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ কালে এসব কথা বলেন জাতীয় সংসদের চিফ হুইপ আ. স. ম ফিরোজ। এ সময় দেশের উন্নয়ন ও শান্তি বজায় রাখার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দোয়ার আহবান জানিয়ে একই সঙ্গে দেশকে এগিয়ে নিতে নিরলশভাবে সরকারের সকল কাজ বাস্তবায়নে উপজেলার সকল কর্মকর্তা-কর্মচারীদের নির্দেশ দেন। উপজেলা চেয়ারম্যান ইঞ্জিনিয়র মো. মজিবুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চিফ হুইপ আ. স. ম ফিরোজের কম্বল বিতরণ কালে উপজেলা নির্বাহী অফিসার এবিএম সাদিকুর রহমান, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মো. ইব্রাহিম ফারুক, সূর্যমণি ইউপির চেয়ারম্যান আনোয়ার হোসেন বাচ্চু প্রমূখ উপস্থিত ছিলেন।

(এমএবি/পি/জানুয়ারি ০৮, ২০১৪)

পাঠকের মতামত:

২৬ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test