E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

অবরোধে কুয়াকাটার সৎসঙ্গ মন্দিরে হাজারো পূণার্থীর ঢল

২০১৫ জানুয়ারি ০৯ ১৭:২৩:০৪
অবরোধে কুয়াকাটার সৎসঙ্গ মন্দিরে হাজারো পূণার্থীর ঢল

কলাপাড়া(পটুয়াখালী) প্রতিনিধি : অবরোধ উপেক্ষা করে হাজার হাজার পূণার্থীর আগমনে কুয়াকাটা সংলগ্ন মম্বিপাড়া সৎসঙ্গ মন্দিরে অনুষ্ঠিত হলো হিন্দু সম্প্রদায়ের শ্রীশ্রী ঠাকুর অনূকূল চন্দ্রের ১২৭ তম জন্মবার্ষিকী ও বনভোজন উৎসব। শুক্রবার সকালে এ উৎসব উপলক্ষ্যে মন্দির প্রাঙ্গনে মানুষের ঢল নামে। দেশের বিভিন্ন স্থান থেকে অন্তত অর্ধশতাধিক বাস,মাইক্রোবাসসহ বিভিন্ন যানবাহনে করে হাজার হাজার নর-নারী বৃহস্পতিবার রাতে থেকেই মানুষ কুয়াকাটার সৎসঙ্গ মন্দিরে আসে। এ উৎসব উপলক্ষে কুয়াকাটার সর্বত্র ছিল উৎসব মুখর পরিবেশ।

শ্রী সুধন্য কর্মকার গোসাই’র(সঃপ্রঃঋ) সভাপতিত্বে জস্মবার্ষিকী অনুষ্ঠানে অনূকূল চন্দ্রের জন্মবার্ষিকী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলাপাড়া উপজেলা চেয়ারম্যান আঃমোতালেব তালুকদার, পৌরমেয়র এসএম রাকিবুল আহসান। আলোচনা করেন, খুলনা থেকে আগত প্রদীপ কুমার মন্ডল(সঃপ্রঃঋঃ), শ্রী পরেশ চন্দ্র মন্ডল(সঃপ্রঃঋঃ),শ্রী দিলীপ কুমার বোস, মহাদেব কর্মকার, উত্তম কর্মকার প্রমুখ। এরআগে ভোরে বিনতী প্রার্থনা’র মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। এরপর বাল্যভোগ ,সমবেত বিনতী প্রার্থনা,ভক্তিমূলক সঙ্গীতানুষ্ঠান, দুপুরে আনন্দবাজার ও সন্ধায় বিনতী প্রার্থনা অনুষ্ঠান হয়। এদিকে শেষ বিকালে কুয়াকাটা সৈকত ছিলো পর্যটকদের পদভারে মুখরিত। কুয়াকাটায় ভ্রমনে আসা বিশ্বাস শিহাব পারভেজ মিঠু জানান, তারা সৎসঙ্গ মন্দিরে এসেছিলেন। সেখান থেকে কুয়াকাটা দেখতে এসেছেন।

কুয়াকাটা সৎসঙ্গ মন্দিরের সভাপতি সুধন্য কর্মকার গোসাই জানান, এবার অনুষ্ঠানে অন্তত ১০ হাজার পূর্নার্থীর সমাগম হয়েছে। অবরোধ না থাকলে পর্যটকদের উপস্থিতি আরও বাড়তো। কুয়াকাটার একাধিক হোটেল ব্যবসায়ী জানান, মম্বিপাড়ার এ অনুষ্ঠান উপলক্ষে বৃহস্পতিবার বিকাল থেকেই কুয়াকাটায় পর্যটকদের সমাগম বৃদ্ধিপায়।

(এমকেআর/পি/জানুয়ারি ০৯, ২০১৫)

পাঠকের মতামত:

২৬ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test