E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বাগেরহাটে ওসির বুদ্ধিমত্তায় মুক্তি পেল ৪ যুবক

২০১৫ জানুয়ারি ০৯ ১৯:০২:৩২
বাগেরহাটে ওসির বুদ্ধিমত্তায় মুক্তি পেল ৪ যুবক

বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাটের ফকিরহাটে জাল জালিয়াতি চক্র আদালতের ভূয়া ওয়ারেন্ট পাঠিয়ে মুক্তিযোদ্ধার সন্তানসহ ৪ জন নিরীহ গ্রামবাসীকে পুলিশ দিয়ে আটক করায়। অতপর ওসির বুদ্ধিমাত্তায় নিরীহ ব্যক্তিরা থানা হাজত থেকে মুক্তি পেয়েছে ৪ যুবক। 

পুলিশ ও আটককৃতদের আত্মীয়স্বজনরা জানান, সাতক্ষীরা জেলার আশাশুনি থানার একটি নাশকতা মামলায় আদালত থেকে জাড়িয়া মাইট কুমরা গ্রামের মুক্তিযোদ্ধার সন্তান সংবাদ পত্রের হকার আব্দুল হালিম, মো. কুদ্দুস আলী, মো. আবুল খায়ের ও ছলেমান শেখ নামের ৪ যুবকের নামে কোটের গ্রেফতারি পরোয়ানা আসে। সে মোতাবেক ফকিরহাট মডেল থানা পুলিশ বৃহস্পতিবার গভীর রাতে তাদের নিজ বাড়ি হতে সকলকে আটক করে। পরের দিন শুক্রবার সকালে আটককৃতদের আত্মীয়স্বজনরা থানায় গেলে ওয়ারেন্টের বিষয়টি দেখে নবাগত ওসি মো. আনিসুর রহমানের সন্দেহ হলে তিনি তাৎক্ষনিক আশাশুনি থানায় খবর নিয়ে জানতে পারেন যে মামলার ওয়ারেন্ট পাঠিয়ে তাদেরকে আটক করা হয়েছে, সেই মামলাটি ফাইনাল দেওয়া হয়েছে অনেক আগেই।

ওসি মো. আনিসুর রহমান বলেন, গ্রেফতারের বিষয়টি যাচাই বাছাই শেষে আটককৃতদের মুক্তি দেয়া হয়েছে। ভূয়া গ্রেফতারী পরোয়ানা তৈরি করে একটি দুষ্টচক্র হয়রানীর উদ্দেশে এধরনের কর্মকাণ্ড করছিল।

আটককৃতা অভিযোগ করে বলেন, জমাজমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে একই এলাকার ধুরন্ধর নামের পরিচিতি জনৈক ব্যাক্তি তার কোটে চাকুরীরত পিয়ন শ্যালকের মাধমে এটি করিয়েছে। এর পূর্বেও একই এলাকার মিজানুর রহমান, ওমর আলী, নুর মোহম্মদ ও মুক্তাদুলের নামে একই ভাবে ওয়ারেন্ট পাঠিয়ে জেল হাজতে পাঠায়, যা পরে মিথ্যা ওয়ারেন্ট বলে প্রমানিত হয়েছে। এবিষয়ে এলাকাবাসি জালিয়াতি চক্রের বিরুদ্ধে প্রতিকার চেয়ে উর্ধতন পুলিশ কর্মকর্তাদের কাছে আবেদন করার প্রক্রিয়া চলছে জানাগেছে।

(একে/এএস/জানুয়ারি ০৯, ২০১৫)

পাঠকের মতামত:

১৩ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test