E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয় এক দিনের মাথায় আবারো বন্ধ ঘোষণা

২০১৫ জানুয়ারি ১০ ১২:৩৫:২৩
কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয় এক দিনের মাথায় আবারো বন্ধ ঘোষণা

কুষ্টিয়া প্রতিনিধি:খোলার ২দিনের মাথায় আবারো কুষ্টিয়ায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের সকল ক্লাস ও পরিক্ষা বন্ধ ঘোষণা করে ছাত্র-ছাত্রীদের শনিবার সকাল ১০টার মধ্যে হল ত্যাগের নির্দেশ দেয়া হয়েছে।

শুক্রবার রাতে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের ১২৭তম সভায় এ সিদ্ধান্ত গ্রহন করা হয়েছে। জানা যায় ৩৭দিন বন্ধ থাকার পর গত ৭ জানুয়ারী বিশ্ববিদ্যালয়ের হল এবং ৮ জানুয়ারী ক্লাস শুরু হয়। শুক্রবার সকালে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস সংলগ্ন শেখ পাড়া বাজারে কুষ্টিয়া-খুলনা মহাসড়কে অবরোধ কর্মসুচী পালনকালে পুলিশের সাথে অবরোধকারীদের মধ্য গুলি বিনিময় ও সংঘর্ষ বাঁধে। এতে ক্যাম্পাস পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠে। ফলে সন্ধায় ক্যাম্পাসে ভিসির সভাপতিত্বে সিন্ডিকেট সভা অনুষ্ঠিত হয়। অবরোধ কর্মসুচীর মধ্যেও ক্যাম্পাসে বিপুল সংখ্যক ছাত্র-ছাত্রী হলে উঠে। কিন্তু ক্লাস শুরুর এক দিনের মাথায় কর্তপক্ষের এ সিদ্ধান্তে দুর দুরান্তের শিক্ষার্থীরা বিপাকে পড়েছে।

তবে এ সময় বিশ্বদ্যিালয়ের অফিসের কার্যক্রম চালু থাকবে। উল্লেখ্য যে, বিশ্ববিদ্যালয়ে ক্যাম্পাসে মেধাবী শিক্ষার্থী বাসে চাপা পড়ে মৃত্যুর ঘটনায় ব্যাপক বাস ভাংচুর ও পুড়িয়ে দেয়ার ঘটনার পর ক্যাম্পাস বন্ধ করা হয়। ৩৭দিন বন্ধ থাকার পর ৮জানুয়ারী ক্লাস শুরু হয়।

(কেকে/এসসি/ জানুয়ারি ১০,২০১৫)

পাঠকের মতামত:

১০ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test