E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

আহসান উল্লাহ মাস্টারের ১০ম শাহাদাৎ বার্ষিকী বুধবার

২০১৪ মে ০৭ ০৮:৪১:২০
আহসান উল্লাহ মাস্টারের ১০ম শাহাদাৎ বার্ষিকী বুধবার

গাজীপুর প্রতিনিধি : শ্রমিকনেতা ও সাবেক সংসদ সদস্য মুক্তিযোদ্ধা শহীদ আহসান উল্লাহ মাস্টারের ১০ম শাহাদাৎ বার্ষিকী বুধবার (৭ মে)। ২০০৪ সালের এইদিনে দুর্বৃত্তরা গাজীপুরের টঙ্গীর নোয়াগাঁও এম এ মজিদ মিয়া উচ্চবিদ্যালয় মাঠে এক জনসভায় তাকে গুলি করে হত্যা করা হয়।

মৃত্যুবার্ষিকী উপলক্ষে বুধবার সকাল ১০টায় মরহুমের গ্রামের বাড়ি পুবাইলে তার কবরে পুস্পার্ঘ্য অর্পণ করা হবে। এরপর বেলা সাড়ে ১২টায় কাঙালিভোজ, দোয়া, মিলাদ মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হবে।

এদিকে শহীদ আহসান উল্লাহ মাস্টারের ১০ম শাহাদাৎ বার্ষিকীতে রাষ্ট্রপতি অ্যাডভোকেট আব্দুল হামিদ, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এমপি এবং জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমীন চৌধুরী পৃথক বাণী প্রদান করেছেন।

২০০৪ সালের ৭ মে বিরোধী দলকে নিশ্চিহ্ন করার অংশ হিসেবে তৎকালিন ক্ষমতাসীন বিএনপি-জামায়াত জোট সরকারের সর্বোচ্চ মহলের নির্দেশে ও পৃষ্ঠপোষকতায় একটি সন্ত্রাসীচক্র জনসভায় গাজীপুরের নোয়াগাঁও এম. এ মজিদ মিয়া উচ্চ বিদ্যালয় মাঠে আহসান উল্লাহ মাস্টারকে প্রকাশ্যে গুলি করে হত্যা করে।

(ওএস/অ/মে ০৭, ২০১৪)

পাঠকের মতামত:

২৫ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test